আয়ারল্যান্ডের ১০ম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বামপন্থী স্বাধীন প্রার্থী ক্যাথরিন কনোলি। শনিবার প্রকাশিত সরকারি ফলাফলে দেখা গেছে, দেশটির প্রায় ৬৪ শতাংশের বেশি মানুষে তাঁকে ভোট দিয়েছেন।
৬৮ বছর বয়সী কনোলি তার প্রতিদ্বন্দ্বী হিদার হামফ্রেজকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। ফাইন গেইল পার্টির হিদার পেয়েছেন ২৮.২ শতাংশ ভোট।
বিজ্ঞাপন
ডাবলিনে দূর্গে বিজয়ী ভাষণে কনোলি বলেন, ‘আমি এমন একজন প্রেসিডেন্ট হব যিনি সবার কথা শোনেন, চিন্তা করেন, এবং প্রয়োজন হলে কথা বলেন। আমরা একসঙ্গে একটি নতুন প্রজাতন্ত্র গঠন করব যেখানে সবাইকে তার প্রাপ্য মূল্যায়ন করা হবে।’

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন কনোলিকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘একটি প্রভাবশালী প্রচারণা চালানোর জন্য তাকে অভিনন্দন। আমি নতুন প্রেসিডেন্টের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।’
বিজ্ঞাপন
নবনির্বাচিত প্রেসিডেন্ট কনোলি মাইকেল ডি. হিগিন্সের স্থলাভিষিক্ত হবেন। যিনি ২০১১ সাল থেকে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছেন।
কনোলি আয়ারল্যান্ডের তৃতীয় নারী প্রেসিডেন্ট। এর আগে আরও দুজন নারী এই পদে দায়িত্ব পালন করেছেন। তারা হলেন মেরি রবিনসন এবং মেরি ম্যাকঅ্যালিস।

