সম্প্রতি যুক্তরাজ্যজুড়ে মুসলিমদের ওপর হামলা ও মসজিদে অগ্নিসন্ত্রাসের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় এ বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ব্রিটিশ সরকার। এরই অংশ হিসেবে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণামূলক অপরাধ এবং মসজিদগুলোকে আক্রমণ থেকে রক্ষা করার জন্য অতিরিক্ত ১০ মিলিয়ন পাউন্ডের (প্রায় ১৬৩ কোটি বাংলাদেশি টাকা) নিরাপত্তা তহবিল ঘোষণা করেছেন দেশটি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, বৃহস্পতিবার পূর্ব সাসেক্সের পিসহেভেন মসজিদ পরিদর্শনের পর স্টারমার এই তহবিল ঘোষণা করেন।
বিজ্ঞাপন
গত ৪ অক্টোবর এই মসজিদটিতে অগ্নিসংযোগে ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও আগুনে মসজিদের সামনের প্রবেশপথ এবং কাছাকাছি পার্ক করা একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ, যদিও এখনও কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
ব্রিটিশ সরকার জানিয়েছে, নতুন বিনিয়োগের মাধ্যমে যুক্তরাজ্য জুড়ে মসজিদ এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য সিসিটিভি ক্যামেরা, অ্যালার্ম সিস্টেম, নিরাপদ বেড়া এবং সাইটে নিরাপত্তা কর্মীদের মতো বর্ধিত নিরাপত্তা ব্যবস্থার তহবিল সরবরাহ করা হবে।
পিসহেভেন মসজিদ পরিদর্শনের সময় স্টারমার বলেন, ‘ব্রিটেন একটি গর্বিত এবং সহনশীল দেশ। যেকোনো সম্প্রদায়ের ওপর আক্রমণ আমাদের সমগ্র জাতি এবং আমাদের মূল্যবোধের ওপর আক্রমণ। এই তহবিল মুসলিম সম্প্রদায়কে তাদের প্রয়োজনীয় এবং প্রাপ্য সুরক্ষা প্রদান করবে, যাতে তারা শান্তি ও নিরাপত্তায় বসবাস করতে পারে।’
তিনি বলেন, ‘আমি সকলের জন্য নির্মিত একটি ব্রিটেন চাই, এবং আমার সরকার সকলের জন্য নিরাপদ রাস্তা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ - এর অর্থ হল যারা ঘৃণা ও সহিংসতার মাধ্যমে আমাদের বিভক্ত করতে চায় তাদের হাত থেকে উপাসনালয়গুলোকে রক্ষা করা।’
বিজ্ঞাপন
এদিকে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ পিসহেভেন মসজিদে হামলার নিন্দা করে বলেছেন, ‘একটি ভয়াবহ অপরাধ, যার আরও ভয়াবহ পরিণতি হতে পারত।’
তিনি জানান, অতিরিক্ত ১০ মিলিয়ন পাউন্ড দেশজুড়ে মসজিদগুলোর জন্য সুরক্ষামূলক নিরাপত্তা প্রকল্পকে শক্তিশালী করবে, বিশেষ করে সেইসব মুসলিম কমিউনিটি সেন্টার এবং ধর্মীয় স্কুলগুলোকে সুরক্ষা দেবে- যেগুলো ইতিমধ্যেই আক্রণের শিকার হয়েছে বা ঝুঁকিপূর্ণ।
সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২৫ সালে যুক্তরাজ্যজুড়ে মুসলিম-বিদ্বেষী অপরাধ ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও দেশটির সব ধর্মীয় ঘৃণাজনিত অপরাধের মধ্যে ৪৪ শতাংশই মুসলিমদের লক্ষ্য করে হয়েছে। এ ধরণের অপরাধ রোধে চলতি বছর ২৯.৪ মিলিয়ন পাউন্ড তহবিল বরাদ্দ করেছে ব্রিটিশ সরকার।
এদিকে ব্রিটিশ মুসলিম ট্রাস্টের প্রধান নির্বাহী আকিলা আহমেদ স্টামারের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, ‘প্রত্যেকেরই শান্তিপূর্ণভাবে এবং ভয়ের হুমকি ছাড়াই তাদের জীবনযাপন করার অধিকার রয়েছে।
দুঃখের বিষয় হল, আমাদের মুসলিম সম্প্রদায়ের অনেক সদস্যের ক্ষেত্রেই এটি প্রযোজ্য নয়।’
তিনি বলেন, ‘মুসলিমরা ভীত হয়ে পড়েছে কারণ তাদের বিশ্বাস, ভালোবাসা এবং শান্তির স্থান- মসজিদ ভাঙচুর করা হয়েছে, আগুন লাগানো হয়েছে এবং মুসল্লিদের ওপর নির্যাতন ও আক্রমণ করা হয়েছে। এই তহবিল তাদের প্রয়োজনীয় ও প্রাপ্য নিরাপত্তা দেবে এবং নিরাপদ অনুভব করতে সাহায্য করবে।’
সূত্র: গালফ নিউজ
এমএইচআর

