মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ট্রাম্প-পুতিন বৈঠক স্থগিত, ইউক্রেন যুদ্ধবিরতির প্রস্তাবে অচলাবস্থা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ০৮:৩২ এএম

শেয়ার করুন:

ট্রাম্প-পুতিন বৈঠক স্থগিত, ইউক্রেন যুদ্ধবিরতির প্রস্তাবে অচলাবস্থা
ট্রাম্প-পুতিন বৈঠক স্থগিত, ইউক্রেন যুদ্ধবিরতির প্রস্তাবে অচলাবস্থা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে নির্ধারিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। যুদ্ধবিরতি নিয়ে মতবিরোধ এবং মস্কোর কঠোর অবস্থানের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। বুদাপেস্টে দুই সপ্তাহের মধ্যে বৈঠকটি হওয়ার কথা ছিল।

হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত ট্রাম্প-পুতিন বৈঠকের কোনো পরিকল্পনা নেই। ট্রাম্প নিজেও জানিয়েছেন, তিনি ‘অর্থহীন কোনো বৈঠক’ করতে রাজি নন। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে রাশিয়ার অনমনীয় মনোভাবের পরিপ্রেক্ষিতে তিনি এই অবস্থান নেন।


বিজ্ঞাপন


রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ প্রস্তাব গ্রহণ করেনি। প্রস্তাব অনুযায়ী, যুদ্ধ থামিয়ে বর্তমান ফ্রন্টলাইনেই উভয়পক্ষ অবস্থান করবে এবং তা থেকেই আলোচনা শুরু হবে। কিন্তু মস্কো এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে বলেছে, তারা দোনবাস অঞ্চলে পূর্ণ রুশ সার্বভৌমত্ব ও ইউক্রেনীয় সেনা প্রত্যাহার চায়। রাশিয়ার দাবি অনুযায়ী, এই দুটি শর্ত না মানলে তারা যুদ্ধবিরতিতে যাবে না।

মস্কোর এই দাবিকে ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতারা এক যৌথ বিবৃতিতে বলেছেন, শান্তি আলোচনা শুরু হবে কেবল যুদ্ধের বর্তমান ফ্রন্টলাইনকে ভিত্তি ধরে। তারা অভিযোগ করেছেন, রাশিয়া শান্তি চায় না, বরং আক্রমণ অব্যাহত রাখতে চায়।

ইতিমধ্যে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যেও এই বিষয়ে উত্তপ্ত আলোচনার ঘটনা ঘটেছে। সূত্র জানিয়েছে, সাম্প্রতিক এক বৈঠকে ট্রাম্প ইউক্রেনকে দোনেতস্ক ও লুহানস্কের কিছু অংশ ছেড়ে দিতে বলেন। কিন্তু জেলেনস্কি তাতে রাজি হননি। তিনি সাফ জানিয়ে দেন, ইউক্রেন তার দখলে থাকা কোনো ভূখণ্ড ছাড়বে না।

এদিকে, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের পরিকল্পনা করছে বলেও জানা গেছে। ধারণা করা হচ্ছে, এই সামরিক সহায়তার সম্ভাবনাই রাশিয়াকে আবার আলোচনায় ফিরতে চাপ দিচ্ছে। তবে রুশ সরকার এখনো আলোচনার জন্য নিজেদের অবস্থান শিথিল করার কোনো ইঙ্গিত দেয়নি। সূত্র: বিবিসি


বিজ্ঞাপন


এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর