মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইথিওপিয়ায় ট্রেন লাইনচ্যুত হয়ে খাদে, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ১২:২৬ এএম

শেয়ার করুন:

Train
ইথিওপিয়ায় দুর্ঘটনার শিকার সেই ট্রেনটি। ছবি- সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার পূর্বাঞ্চলে একটি ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে খাদে পড়ে ১৪ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (২১অক্টোবর) দেশটির গণমাধ্যম জানায়, সোমবার দিনগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


আদ্দিস আবাবা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

স্থানীয় কর্মকর্তাদের সূত্রে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, জিবুতির সীমান্তের কাছে দেউয়েল শহর থেকে ২০০ কিলোমিটার পথ অতিক্রম করে যাত্রীবাহী ট্রেনটি যখন দিরে দাওয়া যাচ্ছিল, তখন রাত ২টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হলে এই দুর্ঘটনা ঘটে।

এদিকে ডায়ার টিভির ফেসবুক পোস্টে বলা হয়েছে, দিরে দাওয়া-দেউয়েল লাইনে ঘটে যাওয়া দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং আরও ২৯ জন গুরুতর ও সামান্য আহত হয়েছেন। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আউটলেট কর্তৃক প্রকাশিত ছবিতে দেখা গেছে, ট্রেনটির বেশ কয়েকটি বগি উল্টে গেছে এবং অন্যগুলো বিচ্যুত হয়ে পড়েছে।


বিজ্ঞাপন


প্রায় ১৩ কোটি জনসংখ্যার দেশ ইথিওপিয়ায় ট্রেন দুর্ঘটনা তুলনামূলক বিরল। ১৯৮৫ সালে জিবুতি থেকে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবাগামী একটি ট্রেন খাদে পড়ে ৪০০ জনেরও বেশি নিহত এবং ৫০০ জন আহত হন।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর