মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চীনকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় শক্তিশালী বিমানবাহিনী ভারতের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, ০৬:৫৮ পিএম

শেয়ার করুন:

চীনকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় শক্তিশালী বিমানবাহিনী ভারতের

বৈশ্বিক সামরিক বিমানবাহিনীর সামগ্রিক শক্তির নিরিখে চীনকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় ও এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে জায়গা করে নিয়েছে ভারত। এ তালিকায় ভারতের থেকে এগিয়ে আছে শুধু যুক্তরাষ্ট্র ও রাশিয়া। আর দীর্ঘদিন ধরে তৃতীয় অবস্থানে থাকা চীন এক ধাপ নিচে নেমে চতুর্থ স্থানে অবস্থান করছে।  

সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ডিরেক্টরি অব মডার্ন মিলিটারি এয়ারক্র্যাফ্ট (ডব্লিউডিএমএমএ)-এর ২০২৫ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে ১০৩টি দেশ ও ১২৯টি বিমান পরিষেবার মোট ৪৮ হাজার ৮২টি বিমান অন্তর্ভুক্ত করা হয়েছে।


বিজ্ঞাপন


ডব্লিউডিএমএমএ-এর এই তালিকা শুধু যুদ্ধবিমানের সংখ্যার ওপর ভিত্তি করে নয়, বরং আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক ক্ষমতা, সরবরাহ, আধুনিকীকরণ এবং অপারেশনাল প্রশিক্ষণসহ সার্বিক শক্তির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

সংস্থাটির ‘ট্রু ভ্যালু রেটিং’ অনুযায়ী, ২৪২.৯ রেটিং নিয়ে তালিকায় র্শীষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র, দেশটির বিমানবাহিনীর বিমানের সংখ্যা ৫ হাজার ৪টি। দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়ার রেটিং ১১৪.২ এবং সামিরিক বিমানের সংখ্যা ৩ হাজার ৬৭৭টি। অন্যদিকে ভারতের স্কোর ৬৯.৪। ভারতের কাছে এই মুহূর্তে রয়েছে ১ হাজার ৭১৬টি সামরিক বিমান রয়েছে। এর মধ্যে ৩১ শতাংশ যুদ্ধবিমান। আর চীনের রেটিং ৫৮.১ এবং সামরিক বিমানের সংখ্যা ৩ হাজার ৭৩৩টি। 

এদিকে এই তালিকায় যথাক্রমে পঞ্চম থেকে ১০ম স্থানে আছে জাপান, ইসরায়েল, ফ্রান্স, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া এবং ইতালি। আর ভারতের চির বৈরী প্রতিবেশী দেশ পাকিস্তান এই তালিকায় ১৪তম স্থানে আছে। দেশটির রেটিং ৪৬.৪ এবং বিমানের সংখ্যা ৭৭৯টি। 

অন্যদিকে তালিকায় বাংলাদেশের অবস্থান ৬৮ নম্বরে। ডব্লিউডিএমএমএ-এর ‘ট্রু ভ্যালু রেটিং’ অনুযায়ী, বাংলাদেশের স্কোর ১৪.১ এবং মোট সামরিক বিমানের সংখ্যা ২১৫টি। এরমধ্যে বিমানবাহিনীর রয়েছে ১৮৮টি এবং সেনাবাহিনীর ২৭টি। 


বিজ্ঞাপন



সূত্র: নিউজউউক, ডব্লিউডিএমএমএ


এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর