মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইসরায়েলি কারাগার থেকে মুক্ত ফিলিস্তিনি ঔপন্যাসিক বাসেম খন্দকজি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ০৭:৪৯ এএম

শেয়ার করুন:

ইসরায়েলি কারাগার থেকে মুক্ত ফিলিস্তিনি ঔপন্যাসিক বাসেম খন্দকজি
ইসরায়েলি কারাগার থেকে মুক্ত হওয়ার পর মিশরে পৌঁছেছেন বাসেম খান্দাকজি।

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি ঔপন্যাসিক বাসেম খন্দকজি। ৪১ বছর বয়সী এই লেখক কারামুক্ত হওয়ার পর মিশরে পৌঁছেছেন।

ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, দীর্ঘ কারাবাসে শীর্ণ হয়ে যাওয়া খন্দকজি মিশরে পৌঁছে সমর্থকদের অভিনন্দন গ্রহণ করছেন। তার গলায় ঐতিহ্যবাহী ফিলিস্তিনি কেফিয়াহ, মুখে মৃদু হাসি। এ সময় স্বজনদের জড়িয়ে ধরে চুমু দিতে দেখা যায় তাকে। খন্দকজিকে জড়িয়ে ধরে এক নারী কান্নায় ভেঙে পড়েন।


বিজ্ঞাপন


২০০৪ সালে ২১ বছর বয়সে তেলআবিবে বোমা হামলার অভিযোগে বাসেম খন্দকজিকে গ্রেফতার করে ইসরায়েলি কর্তৃপক্ষ। সন্ত্রাসবাদের অভিযোগে আদালত তাকে তিনটি যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

কারাগারে থেকেই একের পর এক সাহিত্যকর্ম লেখেন বাসেম খান্দাকজি। ২০২৪ সালে তার লেখা উপন্যাস ‘A Mask, the Colour of the Sky’ (বাংলায়-‘আকাশের রঙের মুখোশ’) আন্তর্জাতিক আরবি ফিকশন পুরস্কার (IPAF) লাভ করে।

ফিলিস্তিনি বন্দি গণমাধ্যম দফতরের তথ্য অনুযায়ী, সোমবার ইসরায়েল যেসব ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিয়েছে, তাদের মধ্যে অন্তত ১৫৪ জনকে জোরপূর্বক নির্বাসনে পাঠানো হয়েছে।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর