রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্বর্ণের দাম কি শুধু বাংলাদেশেই বাড়ছে?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ১২:০৮ পিএম

শেয়ার করুন:

স্বর্ণের দাম কি শুধু বাংলাদেশেই বাড়ছে?
স্বর্ণের দাম কি শুধু বাংলাদেশেই বাড়ছে?

স্বর্ণের দাম শুধু বাংলাদেশেই নয়, বাড়ছে সারা বিশ্বেই। আন্তর্জাতিক বাজারে এই দাম বৃদ্ধির গতি এতটাই দ্রুত যে, একের পর এক রেকর্ড ভাঙছে মূল্যবান ধাতুটির দর। সোমবার (১৩ অক্টোবর) বিশ্ববাজারে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ৪,০৪৪.২৯ ডলার। সেশনের শুরুতে এই দাম পৌঁছেছিল ৪,০৫৯.৩০ ডলারে, যা ইতিহাসের সর্বোচ্চ। একই সময়ে ডিসেম্বর মাসে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম ১.৬ শতাংশ বেড়ে হয়েছে ৪,০৬২.৫০ ডলার।

বিশ্ববাজারে এই দাম বৃদ্ধির পেছনে রয়েছে আন্তর্জাতিক উত্তেজনা, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয়ের খোঁজ। বিশেষ করে নতুন করে মার্কিন-চীন বাণিজ্য উত্তেজনা তৈরি হওয়ায় স্বর্ণের প্রতি ঝুঁকে পড়েছেন বিনিয়োগকারীরা।


বিজ্ঞাপন


বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে, এমন প্রত্যাশাও স্বর্ণের চাহিদা বাড়িয়েছে।

ক্যাপিটাল ডটকমের বিশ্লেষক কাইল রোডা বলেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি স্বর্ণের বাজারের জন্য প্রতিকূল ছিল। তবে এখন যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সম্পর্কের টানাপোড়েন বাজারে ঝুঁকির নতুন মাত্রা তৈরি করেছে।

শুক্রবার (১০ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করেন। পাশাপাশি, ১ নভেম্বর থেকে কিছু গুরুত্বপূর্ণ সফটওয়্যারের ওপর রফতানি নিয়ন্ত্রণ জারি করেন। এর ফলে চীনের বিরল মাটির উপাদান ও প্রযুক্তিগত সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হবে।

চীন অবশ্য যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞাকে ‘ন্যায্য’ বলে স্বীকার করেছে, তবে পাল্টা শুল্ক আরোপ করেনি। এই অস্থিরতার প্রভাব পড়েছে রুপার বাজারেও। সোমবার স্পট মার্কেটে রুপার দাম ২ শতাংশ বেড়ে প্রতি আউন্সে রেকর্ড ৫১.৫২ ডলারে পৌঁছেছে।


বিজ্ঞাপন


বিশ্বখ্যাত বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান শ্যাক্স জানিয়েছে, ব্যক্তিগত বিনিয়োগকারীদের আগ্রহে রুপার দাম মধ্যম মেয়াদে আরও বাড়তে পারে। তবে স্বর্ণের তুলনায় রুপার বাজার স্বল্পমেয়াদে অস্থির এবং ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন তারা।

বিশ্ববাজারে শুধু স্বর্ণ বা রুপা নয়, দাম বেড়েছে অন্যান্য মূল্যবান ধাতুরও। প্লাটিনামের দাম বেড়ে দাঁড়িয়েছে ১,৬২৮.৮০ ডলার এবং প্যালাডিয়ামের দাম বেড়ে হয়েছে ১,৪৪২.০৬ ডলার প্রতি আউন্স।

ফেডারেল রিজার্ভের সুদের হার কমার সম্ভাবনা, ভূ-রাজনৈতিক অস্থিরতা, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ ক্রয়, এবং বিনিয়োগকারীদের পুঁজিবাজার থেকে সরে নিরাপদ সম্পদে বিনিয়োগের কারণে গত এক বছরে স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৫৪ শতাংশ।

বিশ্বের বিনিয়োগকারীরা এখন ফেডের পরবর্তী সিদ্ধান্তের দিকে তাকিয়ে। অক্টোবর ও ডিসেম্বর মাসে ফেড ২৫ বেসিস পয়েন্ট করে সুদের হার কমাতে পারে, এমনটি আশা করা হচ্ছে। ফেড চেয়ার জেরোম পাওয়েল আগামী দিনে তার বক্তব্যে সুদের হার বিষয়ে ইঙ্গিত দিতে পারেন।

এই অর্থনৈতিক উত্তেজনার মধ্যেই শুরু হয়েছে গাজা যুদ্ধ নিয়ে কূটনৈতিক আলোচনা। মিসরের শারম আল-শেখে বৈঠকে বসেছেন বিশ্বনেতারা। এই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও অংশ নিচ্ছেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে চলমান বাজেট সংকট এবং সরকারি অচলাবস্থার জন্য ট্রাম্প ডেমোক্র্যাটদের দায়ী করেছেন। এ কারণে হাজার হাজার সরকারি কর্মী ছাঁটাই হয়েছেন এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশ বিলম্বিত হয়েছে।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর