রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৪ বছর পর আফগানিস্তানে ফের দূতাবাস খুলছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫, ০৩:৩৪ এএম

শেয়ার করুন:

India
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর ও তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। ছবি: সংগৃহীত

কূটনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের পাহাড়ি স্থলবেষ্টিত রাষ্ট্র আফগানিস্তানের রাজধানী কাবুলে চার বছর পর ফের দূতাবাস চালু করতে যাচ্ছে ভারত।

শুক্রবার (১০ অক্টোবর) নয়াদিল্লিতে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠককালে এ ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।


বিজ্ঞাপন


আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এখন ভারত সফরে রয়েছেন। গত বৃহস্পতিবার তার সাত দিনের এই সফর শুরু হয়। ২০২১ সালে আফগানিস্তানে মার্কিন-সমর্থিত সরকারের পতনের পর শীর্ষ কোনো তালেবান নেতার এটিই প্রথম নয়াদিল্লি সফর।

শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করা ও উন্নয়ন কর্মকাণ্ডে সহায়তার প্রতিশ্রুতির পাশাপাশি কাবুলে দূতাবাস খোলার ঘোষণা দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

জয়শঙ্কর বলেন, আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। সম্পর্ক আরও উন্নত করার জন্য আমি আনন্দের সঙ্গে কাবুলে ভারতের কূটনৈতিক মিশনকে দূতাবাসের মর্যাদায় উন্নীত করার ঘোষণা করছি।

২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর অন্যান্য অনেক দেশের মতো ভারতও কাবুলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। সেইসঙ্গে নিজেদের দূতাবাস বন্ধ করে দেয় এবং যোগাযোগ সীমিত করে। তবে এখন নয়াদিল্লি সতর্কতার সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপন করছে।


বিজ্ঞাপন


এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর