মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তে ভেনেজুয়েলার বিরোধী দলের নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ায় নোবেল কমিটির সমালোচনা করেছে হোয়াইট হাউজ। তাদের দাবি শান্তির বদলে রাজনীতিকে প্রাধান্য দিয়েছে নোবেল কমিটি।
শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টায়) নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে মারিয়া কোরিনা মাচাদোর নাম ঘোষণা করেন নোবেল শান্তি কমিটির চেয়ারম্যান জোর্গেন ওয়াটনে ফ্রায়ডেন্স।
বিজ্ঞাপন
নোবেল কমিটি জানিয়েছে, ভেনিজুয়েলার সাধারণ জনগণের গণতান্ত্রিক অধিকারের আদায়ে উদ্বুদ্ধ করা এবং ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ উপায়ে একনায়কতন্ত্র থেকে দেশকে গণতান্ত্রিক পথে নেওয়ার আন্দোলনের জন্য তাকে মনোনীত করা হয়েছে। গত এক বছর ধরে মাচাদোকে আত্মগোপনে থাকতে বাধ্য করা হয়েছে। নিজের জীবনের গুরুতর হুমকি থাকা সত্ত্বেও তিনি দেশেই থেকে গেছেন, এমন একটি সিদ্ধান্ত যা লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছে। তিনি তার দেশের বিরোধী দলকে একত্রিত করেছেন। ভেনেজুয়েলার সমাজের সামরিকীকরণ প্রতিরোধে তিনি কখনও দ্বিধা করেননি। গণতন্ত্রে শান্তিপূর্ণ উত্তরণের জন্য অবিচল ছিলেন মাচাদো।
এ নিয়ে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেননি ট্রাম্প। তবে সামাজিক মাধ্যম এক্সে একটি বিবৃতি দিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চিউং।
বিবৃতিতে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চুক্তি, যুদ্ধের অবসান, জীবন রক্ষার কাজ অব্যাহত রাখবেন। তার মধ্যে একজন মানবতাবাদী হৃদয় রয়েছে এবং তার মতো কেউ আর কখনও আসবে না, যিনি তার ইচ্ছাশক্তির জোরে পাহাড়ও সরাতে পারবেন।’
তিরি আরও বলেন, ‘নোবেল কমিটি প্রমাণ করেছে তারা শান্তির বদলে রাজনীতিকে অগ্রাধিকার দিয়েছে।’
বিজ্ঞাপন
প্রসঙ্গত, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই একাধিকবার বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেই নিজেকে নোবেল শান্তি পুরস্কারের দাবিদারও বলেছেন। এছাড়াও ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া সাতটি দেশ ও শীর্ষ নেতাদের তালিকা প্রকাশ করেছে হোয়াইট হাউস।
এই তালিকায় রয়েছে- আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, গ্যাবোনের প্রেসিডেন্ট ব্রাইস অলিগুই এনগুয়েমা, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত, রুয়ান্ডার পররাষ্ট্রমন্ত্রী অলিভিয়ার নদুহুঙ্গিরেহে এবং পাকিস্তান সরকার।
সর্বশেষ বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তিনি (ওবামা) এটা (নোবেল পুরস্কার) পেয়েছেন কিছুই না করার জন্য। এমনকি ওবামা জানতেন না তিনি কী জন্য নির্বাচিত হয়েছেন এবং তারা (নোবেল কমিটি) ওবামাকে এটা দিয়েছে আমাদের দেশকে ধ্বংস করা এবং অন্য কিছুই না করার জন্য।’
নোবেল শান্তি পুরস্কার ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগে ট্রাম্প আরও বলেন, ‘আমি ৮টি যুদ্ধ বন্ধ করেছি। এমন কিছু আগে কখনো হয়নি। (নোবেল কমিটির) যা করা উচিত এখন তাই করতে হবে। তারা যাই করে ঠিক আছে। আমি জানি আমি নোবেল জন্য যুদ্ধ বন্ধ করিনি। আমি যুদ্ধ বন্ধ করেছি, আমি অনেক মানুষের জীবন রক্ষা করেছি।’
উল্লেখ্য, ২০০৯ সালে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার মাত্র ৮ মাসের মাথায় শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন বারাক ওবামা। এ পদক্ষেপে অনেকেই হতবাক হয়েছিলেন এবং নানা আলোচনার জন্ম দিয়েছিল।

