শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৫, ০৮:৫৫ পিএম

শেয়ার করুন:

ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের

ইরান যদি পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি পুনরায় শুরু করার চেষ্টা করে তাহলে দেশটিতে আবারও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৫ অক্টোবর) ভার্জিনিয়ার নরফোকের নৌ ঘাঁটিতে মার্কিন নৌবাহিনীর ২৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ হুমকি দেন তিনি।


বিজ্ঞাপন


তেহরানের সম্ভাব্য পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘যদি তারা (ইরান) এটি করে, তাহলে আমাদেরও ব্যবস্থা নিতে হবে।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আপনারা (ইরান) এটি করতে চান, ঠিক আছে। তাহলে আমরাও ব্যবস্থা নেব এবং হামলার জন্য এবার আর বেশি অপেক্ষা করব না

গত ২২ জুন ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলা অপারেশন মিডনাইট হ্যামার নিখুঁতভাবে সম্পাদিত হওয়ার প্রশংসা করে ট্রাম্প বলেন, ‘আমেরিকান বি-২ বোমারু বিমান এবং সাবমেরিন থেকে উৎক্ষেপিত টমাহক ক্ষেপণাস্ত্র প্রতিটি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।’

মূলত ইসরায়েলের সঙ্গে ইরানের ১২ দিনের যুদ্ধের প্রতিক্রিয়ায় গত ২২ জুন ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রফোরদো, নাতাঞ্জইস্পাহানে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্রের বি-২ স্টিলথ বোমারু বিমান। যদিও হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়নি। শুধু পারমাণবিক কর্মসূচির অগ্রগতি কিছুটা সময়ের জন্য পিছিয়ে গেছে, সামগ্রিক সক্ষমতা খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি বলে উঠে আসে গোপন মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে।


বিজ্ঞাপন


দুই গোয়েন্দা কর্মকর্তার ব্যক্তির বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, হামলার ফলে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ধ্বংস হয়নি। এমনকি, বহু সংখ্যক সেন্ট্রিফিউজ এখনও অক্ষত রয়েছে। আরেকটি সূত্র আরও জানায়, হামলার আগে এসব ইউরেনিয়াম সরিয়ে নেওয়া হয়েছিল, ফলে প্রকৃত ক্ষতির পরিমাণ কম। তাদের মতেএই হামলা ইরানকে সর্বোচ্চ কয়েক মাসের জন্য পিছিয়ে দিতে পেরেছে, কিন্তু এর চেয়ে বেশি নয়। তবে এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছিলেন ট্রাম্প।  

তিনি বলেন, ‘বি২ম তারা যা করেছে, সেই সুন্দর উড়ন্ত ডানা; তারা যা করেছে, তারা প্রতিটি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। আমরা একটি সাবমেরিন থেকে ৩০টি টমাহক ছুড়েছিপেন্টাগন ২২ বছর ধরে এই ধরনের অভিযানের পরিকল্পনা করছে, তবে পূর্ববর্তী কোনও প্রেসিডেন্টের এটি করার সাহস ছিল না

ট্রাম্প আরও দাবি করেন, ওই হামলার আগে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি মাত্র এক মাস দূরে ছিল, তবে মার্কিন বাহিনী তেহরানকে সেই লক্ষ্যে পৌঁছাতে বাধা দেয়

মার্কির প্রেসিডেন্ট বলেন, ‘তারা (ইরান) এক মাসের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে যাচ্ছিল এবং এখন তারা আবারও সেই কার্যক্রম শুরু করতে পারে। কিন্তু আমি আশা করি তারা তা করবে না, কারণ যদি তারা এটি করে তবে আমাদেরও ব্যবস্থা নিতে হবে। আমি তাদের বিষয়টি জানিয়েছি।’

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এলো যখন তার প্রশাসন ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করতে চাপ দিচ্ছে, যদিও তেহরান বারবার এই দাবি প্রত্যাখ্যান করেছে।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

এমএইচআর

 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর