শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভারত-পাকিস্তান নতুন করে তীব্র উত্তেজনা, যুদ্ধের হুমকি-পাল্টা হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৫, ০৮:৩৮ এএম

শেয়ার করুন:

ভারত-পাকিস্তান নতুন করে তীব্র উত্তেজনা, যুদ্ধের হুমকি-পাল্টা হুঁশিয়ারি
ভারত-পাকিস্তান নতুন করে তীব্র উত্তেজনা, যুদ্ধের হুমকি-পাল্টা হুঁশিয়ারি

আবারও মুখোমুখি অবস্থানে ভারত ও পাকিস্তান। সাম্প্রতিক সময়ের বক্তব্য ও প্রতিক্রিয়ায় দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। ভারতের সেনাবাহিনী ও বিমানবাহিনীর শীর্ষ কর্মকর্তারা সরাসরি পাকিস্তানকে হুঁশিয়ারি দেওয়ায়, পাল্টা প্রতিক্রিয়ায় বিস্ফোরক ভাষায় জবাব দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সম্প্রতি পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বলেন, পাকিস্তান যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ না করে, তাহলে ইতিহাস এবং ভূগোলে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তার এই বক্তব্যকে সরাসরি যুদ্ধ উসকে দেওয়ার শামিল বলে উল্লেখ করেছে পাকিস্তান সেনাবাহিনী।


বিজ্ঞাপন


এদিকে ভারতের বিমানবাহিনীর প্রধান অমর প্রীত সিং দাবি করেছেন, মে মাসে দুই দেশের মধ্যে সংঘর্ষ চলাকালে পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে ভারত। তিনি বলেন, পাকিস্তানের ব্যবহৃত এফ-১৬ এবং জেএফ-১৭ ধরনের এসব যুদ্ধবিমান ধ্বংসের প্রমাণ ভারতের কাছে আছে। তবে তিনি তার দাবির পক্ষে কোনো দৃশ্যমান প্রমাণ উপস্থাপন করেননি।

ভারতের এই ধরনের ‘উস্কানিমূলক ও ভিত্তিহীন’ মন্তব্যের জবাবে পাকিস্তান সেনাবাহিনী এক কড়া বিবৃতি দিয়েছে। শনিবার আইএসপিআর (Inter-Services Public Relations) এক বিবৃতিতে জানায়, ভারতের এই বক্তব্য আঞ্চলিক অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং দক্ষিণ এশিয়াকে আরও বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে। তারা বলছে, ভারত বারবার নিজেদের ভুক্তভোগী হিসেবে তুলে ধরলেও বাস্তবে তারাই অঞ্চলজুড়ে সহিংসতা উসকে দিচ্ছে।

পাকিস্তান সতর্ক করে জানিয়েছে, আগ্রাসন চালানো হলে তারা দেরি করবে না। জবাব হবে দ্রুত, চূড়ান্ত এবং বিধ্বংসী। পাকিস্তান এখন এমন একটি ‘নতুন প্রতিক্রিয়া নীতি’ গ্রহণ করেছে, যা কোনো ধরনের দ্বিধা বা সংযম ছাড়াই কার্যকর করা হবে।

পাকিস্তানের সেনাবাহিনী আরও বলেছে, তারা শুধু সীমান্তে নয়, শত্রুর ভেতরে ঢুকেও আঘাত হানতে প্রস্তুত। তাদের ভাষায়, ‘শত্রুর ভূখণ্ডের প্রতিটি কোণায় যুদ্ধ পৌঁছে দেওয়ার সক্ষমতা পাকিস্তানের আছে এবং ভারতের তথাকথিত ভৌগোলিক নিরাপত্তার মিথ তারা ভেঙে দিতে পারবে।’ তারা হুঁশিয়ার করে বলে, যদি ভারত আমাদের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দেয়, তাহলে সেই হুমকি এখন পারস্পরিক হয়ে গেছে।


বিজ্ঞাপন


পাকিস্তান সেনাবাহিনী তাদের বিবৃতিতে মনে করিয়ে দিয়েছে, চলতি বছরের মে মাসে সংঘর্ষের সময় ভারতের আগ্রাসী আচরণ দুই দেশকে বড় ধরনের যুদ্ধের মুখে ঠেলে দিয়েছিল। ওই সময় ভারতের সীমান্তে পর্যটকবাহী একটি গাড়িতে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়, যা নিয়ে নয়াদিল্লি ইসলামাবাদকে দায়ী করে। এরপর ভারত পাকিস্তানের সীমান্তে ব্যাপকভাবে হামলা চালায় এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করে।

জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ান-উম-মারসুস’ চালায়। পাকিস্তানের দাবি, এই অভিযানে তারা ছয়টি ভারতীয় যুদ্ধবিমান, যার মধ্যে তিনটি রাফাল, এবং এক ডজনের বেশি ড্রোন গুলি করে নামিয়েছে। চার দিন ধরে চলা সংঘর্ষ ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক অস্ত্রবিরতির মাধ্যমে শেষ হয়।

পাকিস্তানি নিরাপত্তা সূত্রগুলো ভারতের সাম্প্রতিক হুমকিকে ‘ফাঁপা গর্জন’ বলে অভিহিত করেছে। তাদের ভাষায়, আমরা জানি ভারতকে কীভাবে সামলাতে হয়। আগের চেয়েও কঠোরভাবে জবাব দেওয়া হবে। তারা আরও জানায়, মে মাসের সংঘর্ষের পর ভারতের প্রতিরক্ষা বাজেট বেড়েছে এবং তারা যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে, যা দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য বড় হুমকি।

পাকিস্তান দাবি করেছে, আফগানিস্তানের ভূখণ্ড এখনও তাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। যদিও এসব তথ্য বারবার কাবুল সরকারকে জানানো হয়েছে। এ বছর পাকিস্তানের সন্ত্রাসবিরোধী অভিযানে ১১৮ জন আফগান-সংযুক্ত জঙ্গি নিহত হয়েছে বলেও দাবি করেছে তারা।

ফিলিস্তিন ও কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থান আগের মতোই অটল বলেও জানানো হয়েছে। ইসরায়েলের বিষয়ে তাদের নীতিও অপরিবর্তনীয়, গাজায় চলমান গণহত্যা ও নিপীড়ন অবিলম্বে বন্ধ করতে হবে বলে উল্লেখ করা হয়।

পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলো আরও জানায়, সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্ব আরও জোরালো হচ্ছে। তারা বলছে, পাসনি বন্দরসহ বিভিন্ন প্রকল্পে বড় বড় বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। এই শতাব্দীকে খনিজসম্পদের শতাব্দী আখ্যা দিয়ে তারা জানায়, পাকিস্তান নিজের স্বার্থ রক্ষায় যথাযথ পদক্ষেপ নিচ্ছে এবং বিশ্বব্যাপী বহু বড় কোম্পানি এখন পাকিস্তানে খনিজ অনুসন্ধানে আগ্রহ দেখাচ্ছে।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর