রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ম্যাক্রোঁর গাড়ি আটকে দিল নিউইয়র্ক পুলিশ, ট্রাম্পকে ফোন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫ এএম

শেয়ার করুন:

ম্যাক্রোঁর গাড়ি আটকে দিল নিউইয়র্ক পুলিশ, ট্রাম্পকে ফোন

নিউইয়র্কের রাস্তায় গাড়িবহর নিয়ে পুলিশি বাধার মুখে পড়লেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ সময় তিনি গাড়ি থেকে নেমে রাস্তা খুলে দেওয়ার কথা বললেও পুলিশ কর্মকর্তা এতে অপারগতা প্রকাশ করেন।  

উপায় না দেখে শেষ পর্যন্ত পুলিশি বাধা থেকে মুক্ত হতে তিনি সরাসরি ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।


বিজ্ঞাপন


ট্রাম্পকে তার এই ফোন করার ভিডিও ক্লিপটি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। খবর নিউইয়র্ক টাইমসের।

গার্ডিয়ানসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, তখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গাড়িবহর যাচ্ছিল। তার নিরাপত্তা নিশ্চিত করতেই আটকে দেওয়া হয় অন্য সড়ক। 

এ সময় অন্যদের মতো আটকা পড়েন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁও। নিরাপত্তা বাহিনীর সদস্যদের মন গলাতে বন্ধু ট্রাম্পকে ফোন করেন ম্যাক্রোঁ। 


বিজ্ঞাপন


এর কিছুক্ষণ পর অবশ্য খুলে দেওয়া হয় রাস্তা। তবে গাড়ি নিয়ে নয়, বাকি পথ হেঁটেই এগোতে হয়েছে ম্যাক্রোঁকে।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষ্যে বহু দেশের রাষ্ট্রপ্রধানরা অবস্থান করছেন নিউইয়র্কে। তাই নিরাপত্তা নিশ্চিতে কড়াকড়ি চলছে শহরজুড়ে।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর