মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পাক-ভারত ম্যাচের আগে সীমান্তে দুই দেশের গোলাগুলি!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৮ পিএম

শেয়ার করুন:

পাক-ভারত ম্যাচের আগে সীমান্তে দুই দেশের গোলাগুলি!

এশিয়া কাপে রোববার (২১ সেপ্টেম্বর) দুবাইয়ে পাকিস্তান মুখোমুখি হয় ভারতের। এশিয়া কাপের সুপার ফোরের এই ম্যাচের আগে গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় কুপারার নাওগাম সেক্টরে ভারতের ও পাকিস্তানের সেনারা জড়িয়ে পড়েন গোলাগুলিতে। 

এ সীমান্ত সংঘাত প্রায় এক ঘণ্টা ধরে চলেছে। যদিও তা খণ্ড-খণ্ড গোলাগুলির মধ্যেই সীমাবদ্ধ ছিল। 


বিজ্ঞাপন


এ ঘটনায় কোনো আহত বা নিহতের খবর পাওয়া যায়নি। দুই দেশের সেনারা এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রিত বলে জানানো হয়েছে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়াটুডে জানায়, গোলাগুলি শুরু হয় সন্ধ্যা সোয়া ৬টার দিকে। তা পরপর কিছুক্ষণ ধরে থেমে থেমে চলেছে এবং পরে তা পুরোপুরি থেমে যায়।

তবে এই গোলাগুলিকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখছে না ভারত। একটি সূত্র ইন্ডিয়াটুডেকে বলেছে, ‘নিয়ন্ত্রণরেখা বরাবর দুই পক্ষ থেকে ছোটখাট একটা গোলাগুলি হয়েছে। তবে এটা যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে গণ্য করা হচ্ছে না।’


বিজ্ঞাপন


এই ঘটনায় বড় ধরনের ক্ষতি বা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। এলাকাটি সেনার নজরদারিতে রয়েছে। 

এর আগে মে মাসে ভারতের পক্ষ থেকে অপারেশন সিঁদুর নামে পাকিস্তানের বিরুদ্ধে একটি সেনা অভিযান চালানো হয়েছিল।

তখন দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ে। চারদিনের ওই সংঘাত ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে গড়ায়।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর