মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ২৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪ এএম

শেয়ার করুন:

গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ২৫ জন নিহত
গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ২৫ জন নিহত

গাজা শহরের সাবরা এলাকায় ভোরে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের অন্তত ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববারের (২১ সেপ্টেম্বর) এসব হামলায় একাধিক বাড়ি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও প্রায় ৫০ জন মানুষ আটকে থাকতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন।

উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে বেঁচে থাকা মানুষ বের করার চেষ্টা করছেন। এসময় ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহত বা আটকে পড়াদের প্রিয়জনেরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচ থেকে এখনো পাওয়া যাচ্ছে চিৎকার ও আর্তনাদ।


বিজ্ঞাপন


এক স্বজন বলেন, বারবার তাদের চিৎকার শুনছি, কিন্তু পৌঁছাতে পারছি না। আমরা ও উদ্ধারকারীরা যেখানেই যাই, ড্রোন থেকে গুলি ছোড়ে হয়। পাঁচজন এগোলে চারজন মারে, একজন বড়ই কষ্টে বেঁচে যায়।

গাজা সিটির পশ্চিমে শাতি শরণার্থী শিবির, দক্ষিণ-পশ্চিমে তাল আল-হাওয়া এলাকা ও নাসর জেলায় এবং ল্যাভাল টাওয়ারের পাশের একটি বাড়িতেও হামলার খবর পাওয়া গেছে।

মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে নতুন হামলায় অন্তত সাতজন নিহত, যাদের মধ্যে চারজন শিশু রয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ৬৫ হাজার ২৮৩ জন নিহত ও ১ লাখ ৬৬ হাজারের বেশি আহত হয়েছেন। অনাহার ও দুর্ভিক্ষে মৃত হয়েছেন ৪৪০ জন, তাদের মধ্যে ১৪৭ শিশু রয়েছেন।


বিজ্ঞাপন


এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর