ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতের একটি হোটেলে ড্রোন হামলা চালানো হয়েছে। হামলায় কোন হতাহত হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়।
প্রত্যক্ষদর্শী এবং অনলাইনে প্রচারিত ফুটেজের বরাতে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ড্রোনটি হোটেলের প্রবেশপথে আঘাত হানে। খবর পেয়ে চিকিৎসক, দমকল এবং নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে।
বিজ্ঞাপন
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, পূর্ব দিক থেকে ছোড়া একটি ড্রোন ইলাতে আঘাত হানে এবং ওই দিক থেকে সাধারণত হামলা চালিয়ে থাকে ইয়েমেনের ইরান-সমর্থিত গোষ্ঠী হুতি বিদ্রোহীরা।
Eyewitnesses report a drone impact in Eilat. https://t.co/aURJJoma23 pic.twitter.com/5SHLNWpP5N
— Emanuel (Mannie) Fabian (@manniefabian) September 18, 2025
এদিকে এই ড্রোন হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। তবে হুতি বিদ্রোহীরা এই হামলার প্রশংসা করেছে।
হুতি সংশ্লিষ্ট একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট ইসরায়েলি নাগরিকদের শেয়ার করা ড্রোন হামলার ভিডিও পোস্ট করে এবং আক্রমণটির প্রশংসা করে। তবে এটিকে হুতি আক্রমণ কিনা তা নিশ্চিত করা উল্লেখ করা হয়নি।
বিজ্ঞাপন
সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলে কয়েক ডজন ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা, যার মধ্যে অনেক ড্রোন ইলাতেও আঘাত হানে।
এমএইচআর

