বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নেপালের শান্তি ফেরাতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত: মোদি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৭ পিএম

শেয়ার করুন:

নেপালের শান্তি ফেরাতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত: মোদি

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে অভ্যূথান পরবর্তী নেপালের শান্তি ও সমৃদ্ধির প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি। 


বিজ্ঞাপন


শনিবার (১৩ সেপ্টেম্বর) এক এক্স বার্তায় মোদি লিখেছেন, ‘নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় সুশীলা কার্কিকে আন্তরিক অভিনন্দন। নেপালের মানুষের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য ভারত সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।’ 

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নেপালে নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে। 
 
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘একটি ঘনিষ্ঠ প্রতিবেশী, একটি সহযোগী গণতন্ত্র এবং একটি দীর্ঘমেয়াদী উন্নয়ন অংশীদার হিসেবে, ভারত দুই দেশের জনগণ এবং জনগণের মঙ্গল ও সমৃদ্ধির জন্য নেপালের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে।’ 
 
এরআগে গতকাল শুক্রবার রাতে নেপালের রাষ্ট্রপতির সরকারি বাসভবন শীতল নিবাসে সুশীলা কার্কিকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামচন্দ্র পাওদেল। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়ে ইতিহাস গড়েছেন সুশীলা। তিনিই হলেন নেপালের নারী প্রধানমন্ত্রী। 

এদিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে কার্কি শপথ নেওয়ার কয়েক ঘন্টা পরেই শুক্রবার গভীর রাতে সংসদ আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয় এবং ২০২৬ সালের ৫ মার্চ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। এই মুহূর্তে প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কির সামনে রয়েছে বড় দায়িত্ব- অশান্ত দেশে আইনশৃঙ্খলা ফেরানো, সাম্প্রতিক সহিংসতায় প্রাণহানির তদন্ত করা এবং নির্ধারিত সময়ে নির্বাচন সম্পন্ন করা


বিজ্ঞাপন


প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তবে তার পদত্যগের পরও দেশটিতে অস্তিরতা অব্যহত থাকে।  দেশটির সংসদ-সহ একাধিক সরকারি এবং নেতাদের ব্যত্তিগত ভবন লুটপাট ও পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও বিক্ষোভ-সহিংসতায় অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে এক ভারতীয় নাগরিকও রয়েছেন। আহত হয়েছেন হাজারেরও বেশি মানুষ। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

এমএইচআর

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর