রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কাতারে ইসরায়েলি হামলায় ইরানের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৯ এএম

শেয়ার করুন:

কাতারে ইসরায়েলি হামলায় ইরানের নিন্দা

কাতারে ইসরায়েলি হামলার কঠোর নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে এ নিয়ে কথা বলেন।

তিনি বলেন, এ পদক্ষেপ ‘আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন’ এবং ‘কাতার ও ফিলিস্তিনি মধ্যস্থতাকারীদের জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন’।


বিজ্ঞাপন


পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, এটি অবশ্যই ‘এ অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গুরুতর সতর্কবার্তা’ হিসেবে কাজ করবে।

এ বছরের জুনের শেষ দিক থেকে যুদ্ধবিরতি পালন করছে ইরান ও ইসরায়েল।

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, ‘হামাসের শীর্ষ সন্ত্রাসী নেতাদের বিরুদ্ধে আজকের অভিযান ছিল সম্পূর্ণ স্বাধীন ইসরায়েলি অভিযান।’ 


বিজ্ঞাপন


দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলের এই হামলা তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুলেছে। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ন্যাটো বহির্ভূত মিত্র দেশ কাতার। 

দেশটিতে প্রায় ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এছাড়া কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণও যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট কাতারে ইসরায়েলি হামলার বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে। সেখান থেকে এই বিষয়ে আরও তথ্য জানা যেতে পারে বলে জানিয়েছে বিবিসি।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর