রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লন্ডনে বিবিসির পুরোনো সদর দফতরে আগুন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম

শেয়ার করুন:

লন্ডনে বিবিসির পুরোনো সদর দফতরে আগুন

লন্ডনের হোয়াইট সিটিতে অবস্থিত ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির পুরোনো সদর দফতরের টেলিভিশন সেন্টারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। 

লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোর ৩টার দিকে নয় তলা ভবনে আগুন লাগার খবর পাওয়ার পর হ্যামারস্মিথ, নর্থ কেনসিংটন, কেনসিংটন, চিসউইক এবং আশেপাশের ফায়ার স্টেশন থেকে প্রায় ১০০ জন দমকলকর্মী ও ১৫টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে যোগ দেয়।


বিজ্ঞাপন


কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনটিতে একটি রেস্তোরাঁ এবং আবাসিক ফ্ল্যাট এবং পাশাপাশি একটি টেলিভিশন স্টুডিও রয়েছে। আগুনে বেশ কয়েকটি ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি এবং এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

স্থানীয় সময় সকাল ৮:০০ টায় জারি করা এক বিবৃতিতে লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, ভবনটির রেস্তোরাঁ, বাইরের ডেকিং এবং ডাক্টিংয়ে এখনও আগুনজ্বলছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশেপাশের ভবনগুলো খালি করার জন্য মেট্রোপলিটন পুলিশ সহ বহু-এজেন্সি অংশীদারদের সঙ্গে কাজ করছে ফায়ার ব্রিগেড। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, যাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে তাদের জন্য একটি বিশ্রাম কেন্দ্র স্থাপন করা হচ্ছে। বর্তমানে উড লেন এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে এবং লোকজনকে এলাকাটি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।


বিজ্ঞাপন


সূত্র: বিবিসি


এমএইচআর

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর