রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাজার সবচেয়ে উঁচু ভবন গুড়িয়ে দিল ইসরায়েল (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১২ পিএম

শেয়ার করুন:

গাজার সবচেয়ে উঁচু ভবন গুড়িয়ে দিল ইসরায়েল (ভিডিও)

অবরুদ্ধ গাজা উপত্যকার পশ্চিম গাজা শহরের একটি বহুতল আবাসিক ভবনে বোমা হামলা চালিয়ে এটি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ‘মুশতা টাওয়ার’ নামে ভবনটি উপত্যকার সবচেয়ে উঁচু হিসেবে পরিচিত, যেখানে শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। 

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে ভবনটিতে বেশ কয়েকবার আঘাত হানে ইসরায়েলি বোমা, যার ফলে মুহুর্তের মধ্যেই এটি মাটিতে ধসে পড়ে এবং এলাকাজুড়ে ধোঁয়া ও ধূলার বিরাট কুণ্ডলী দেখা যায়।


বিজ্ঞাপন


ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ভবনটিতে হামলার তথ্য নিশ্চিত করে বলেছে, ভবনটির বেজমেন্টে হামাসের অবকাঠামো ছিল। এ কারণে এটি ধ্বংস করে দেওয়া হয়েছে।

তবে মুশতা টাওয়ারের ব্যবস্থাপনা কতৃপক্ষ ইসরায়েলের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে: ‘ভবনটি কোনও সামরিক বা নিরাপত্তা স্থাপনা ছিল না এবং এটি কেবল বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়স্থল হিসেবে কাজ করে। ভবনটির সমস্ত মেঝে উন্মুক্ত ছিল, কোনও হালকা বা ভারী অস্ত্র ছিল না। 

এদিকে, ভবনটির বাসিন্দারাও ইসরায়েলি দাবিতে হতবাক হয়েছেন।


বিজ্ঞাপন


মুশতা টাওয়ারের বাসিন্দা ওবাদাহ সাইফুদ্দিন বলেন, ‘আমার আর কোন বাড়ি নেই। আমাদের চোখের সামনেই যে ইসরায়েলি সেনাবাহিনী আমাদের ঘরবাড়ি ধ্বংস করছে, আমাদের অপরাধ কী?"

আরেক বাসিন্দা নিদাল আবু আলী বলেন, ‘ আমাদের বাড়ি ধ্বংস হওয়ার পর আমি আমার পরিবারের সবাইকে নিয়ে টাওয়ারে আশ্রয় নিয়েছিলাম, কিন্তু ইসরায়েল গাজায় কোনও নিরাপদ স্থান রাখেনি।’  

সূত্র: আনাদোলু


এমএইচআর

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর