নতুন বাড়ির জন্য সম্পত্তি কর ফাঁকির অভিযোগ স্বীকার করে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের আবাসন ও উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার। একই সঙ্গে লেবার পার্টির ডেপুটি লিডার পদও ছেড়ে দিয়েছেন তিনি।
শুক্রবার (০৫ সেপ্টেম্বর) ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারকে লেখা চিঠিতে কর ফাঁকির কথা স্বীকার করে রেনার বলেছেন, সম্পত্তি কেনার সময় তিনি আইনি পরামর্শ নিয়েছিলাম, কিন্তু সুপারিশ অনুসারে আরও বিশেষজ্ঞ কর পরামর্শ নিতে ব্যর্থ হন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘আবাসন মন্ত্রী হিসেবে আমার পদ এবং আমার জটিল পারিবারিক ব্যবস্থা উভয়ের কারণে অতিরিক্ত বিশেষজ্ঞ কর পরামর্শ না নেওয়ার সিদ্ধান্তের জন্য আমি গভীরভাবে দুঃখিত। আমার ভুলের জন্য আমি সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি। তবে আমার কখনই কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্য ছিল না।’
এদিকে রেনারের প্রধানমন্ত্রী স্টারমারের জন্য একটি নতুন ধাক্কা। গত বছর দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত স্টারমারের সরকার ৮ জন মন্ত্রী পদত্যাগ করেছেন, তাদের মধ্যে পাঁচ জনই কর ফাঁকিসহ অন্যান্য অন্যায় কাজের জন্য পদ ছাড়তে বাধ্য হন। ১৯৭৯ সালের পর থেকে ব্রিটেনে স্টারমারের সরকারেই সবচেয়ে বেশি মন্ত্রী পদত্যাগ করেছেন।
এছাড়াও সাম্প্রতিক জরিপে লেবার পার্টি ব্রিটেনের জনপ্রিয় রিফর্ম ইউকে'র চেয়ে পিছিয়ে থাকায় স্টারমার তার কর্তৃত্ব এবং দলের ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টায় আরও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন।
বর্তমানে যুক্তরাজ্যের বিরোধী দল কনর্জাভেটিভ পাটির নেতা কেমি ব্যাডেনোচ বলেছেন, ‘অ্যাঞ্জেলা রেনার অবশেষে চলে গেছেন। কিন্তু কেবল কেয়ার স্টারমারের দুর্বলতার কারণেই তাকে তিন দিন আগে বরখাস্ত করা হয়নি।’
বিজ্ঞাপন
অন্যদিকে রেনারের পদত্যাগের ফলে স্টারমার সরকারের শীর্ষস্থানীয় মন্ত্রীদের পদে বড় ধরনের রদবদল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: বিবিসি, রয়টার্স
এমএইচআর

