শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভারত ভেঙে একাধিক দেশ গড়ার ডাক অস্ট্রিয়ার অর্থনীতিবিদের 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ পিএম

শেয়ার করুন:

ভারত ভেঙে একাধিক দেশ গড়ার আহ্বান অস্ট্রিয়ার রাজনীতিবিদের 

ভারতকে ভাগের ডাক দিয়েছেন ইউরোপের দেশ অস্ট্রিয়ার অর্থনীতিবিদ ও কূটনীতিক গুনথার ফেলিঙ্গার। তিনি ভারতকে ধর্ম এবং জাতি ও ভাষার পরিপ্রেক্ষিতে একাধিক ছোট ছোট দেশ গঠনের আহ্বান জানান। এই সংক্রান্ত একটি মানচিত্রও প্রকাশ করেছেন এবং এই পরিকল্পনাকে ‘এক্স ইন্ডিয়া’ বলে অভিহিত করেছেন তিনি। 

মার্কিন নেতৃত্বধীন সামরিক জোট— ন্যাটোর সম্প্রসারণ কমিটিতে অস্ট্রিয়ার চেয়ারম্যান ফেলিঙ্গার সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট করে লেখেন, ‘ভারতকে ভেঙে দেওয়ার ডাক দিচ্ছি আমি। নরেন্দ্র মোদি রাশিয়ার লোক। আমাদের মুক্ত খলিস্তানের বন্ধু চাই।’ 


বিজ্ঞাপন


সেই পোস্টে একটি মানচিত্রও প্রকাশ করেন ফেলিঙ্গার। সেখানে দেখা যাচ্ছে- পাঞ্জাব, দিল্লি, উত্তর প্রদেশ এবং রাজস্থানসহ উত্তর ও উত্তর-পশ্চিম ভারতীয় রাজ্যগুলো ‘খলিস্তান’- এর অংশ। এছাড়া মহারাষ্ট্র, অন্ধ্র, বিহার, গুজরাট, পশ্চিমবঙ্গ, উত্তরপূর্ব ভারত, দক্ষিণ ভারতের কেরালা, তামিলনাড়ু সব আলদা আলাদা পতাকার রঙে সজ্জিত।

এরপর এই অস্ট্রিয়ান রাজনীতিবিদ লেখেন, ‘আজ আমি শিখ ন্যারেটিভ (এক্স হ্যান্ডেল)-এর সঙ্গে ২ ঘণ্টা ধরে আলোচনা করেছি। কীভাবে খলিস্তান স্বাধীনতা অর্জন করতে পারে, তা নিয়ে কথা হবে। ভারতকে ‘সাবেক ভারত’ করতে হবে। রাশিয়ারপন্থী স্বৈরশাসক নরেন্দ্র মোদির কবল থেকে ভারতের জনগণকে কীভাবে মুক্ত করা যায় তা নিয়ে কথা হয়েছে আমার।’

এরআগেও ফেলিঙ্গার তার পোস্ট এবং ভিডিওতে খোলাখুলিভাবে বিচ্ছিন্নতাবাদী খালিস্তান আন্দোলনের প্রতি সমর্থন প্রকাশ করেছেন। 


বিজ্ঞাপন


এদিকে ফেলিঙ্গার অস্ট্রিয়া সরকারের কোনো প্রতিনিধি না হলেও তার মন্তব্য অনলাইনে ব্যাপকভাবে আলোচিত হয়েছে, যা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগত হস্তক্ষেপের প্রচেষ্টা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

সূত্র: ফিনান্সিয়াল টাইমস

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর