বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পুতিন-কিমকে নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন শি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৪ পিএম

শেয়ার করুন:

trump

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে সঙ্গে নিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে  অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার চীনের বিজয় দিবস উপলক্ষে সামরিক অনুষ্ঠান নিয়ে নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সময় ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।’


বিজ্ঞাপন


দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীনকে ব্যাপক সমর্থন ও অনেক মার্কিন সৈনিক নিহত হওয়ার কথা স্বরণ করিয়ে ট্রাম্প লিখেছেন, ‘সবচেয়ে বড় প্রশ্ন হলো, প্রেসিডেন্ট শি কি উল্লেখ করবেন কিনা যে, চীনকে একটি অত্যন্ত শত্রুভাবাপন্ন বিদেশি আগ্রাসন থেকে মুক্ত করতে যুক্তরাষ্ট্র কি বিশাল পরিমাণে সাহায্য করেছে ও রক্ত দিয়েছে?’

তিনি আরও বলেন, ‘চীনের বিজয় ও গৌরব অর্জনের যাত্রায় বহু আমেরিকান প্রাণ হারিয়েছেন। আমি আশা করি তাদের সাহস ও আত্মত্যাগ যথাযথভাবে সম্মানিত ও স্মরণ করা হবে! প্রেসিডেন্ট শি এবং চীনের চমৎকার জনগণ যেন একটি মহান ও দীর্ঘস্থায়ী উদযাপনের দিন উপভোগ করেন।’

ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এলো যখন বুধবার বেইজিংয়ে ভিক্টরি ডে সামরিক কুচকাওয়াজে বিশ্বনেতাদের স্বাগত জানাতে যাচ্ছেন শি জিনপিং। এই প্রদর্শনীতে চীনের সামরিক শক্তিই হবে মূল আকর্ষণ। 

এদিকে বেইজিং ও তার মিত্ররা যুক্তরাষ্ট্রবিরোধী জোট গড়ছে কি না— বিবিসির এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না। একেবারেই না। আমাদেরকে প্রয়োজন চীনের’। 


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, ‘আমার শি’র সঙ্গে সম্পর্ক খুবই ভালো। তবে চীনকে আমাদের যতটা প্রয়োজন, তার চেয়ে অনেক বেশি যুক্তরাষ্ট্রকে প্রয়োজন তাদের। আমি এখানে কোনো সমস্যা দেখি না।’

পৃথক ভাবে মঙ্গলবার এক রেডিও সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, রাশিয়া-চীন ঘনিষ্ঠতা নিয়ে তার কোনো উদ্বেগ নেই। যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী আছে এবং তারা কখনো আমাদের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার করার কথা ভাববেও না।

ট্রাম্প আরও বলেন, ‘বিশ্বাস করুন, এটি হবে তাদের জীবনের সবচেয়ে ভয়াবহ ভুল।’

তবে একই সাক্ষাৎকারে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। গত মাসে আলাস্কায় তাদের বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো শান্তিচুক্তি হয়নি। ট্রাম্প বলেন, ‘আমি পুতিনের প্রতি খুবই হতাশ। যুক্তরাষ্ট্র ইউক্রেনের মানুষের জীবন রক্ষায় সবকিছু করবে।’ তবে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি।

এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের অভিযোগ নাকচ করে দিয়েছে রাশিয়া এবং ক্রেমলিনের মুখপাত্র ইয়োরি উশাকভ ট্রাম্পের বক্তব্যকে ‘বিদ্রূপাত্মক’ বলে বর্ণনা করেছেন।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস সংবাদ সংস্থা জানিয়েছে, উশাকভ বলেছেন, পুতিন, শি এবং কিম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের কথাও ভাবছেন না এবং এই তিন নেতা বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে ওয়াশিংটনের ভূমিকা সম্পর্কে সচেতন।

সূত্র: বিবিসি

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর