শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে, দাবি ভারতের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:১১ পিএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে, দাবি ভারতের

রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতীয় পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত মোট ৫০ শতাংশ শুল্কের চাপে বড়সড় ধাক্কা খেয়েছে ভারতের অর্থনীতি। এই নিয়ে টানাপোড়েনের মধ্যেই ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েল।  

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) রাজধানী নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আমরা তাদের (যুক্তরাষ্ট্রের) সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তির বিষয়ে আলোচনা শুরু করেছি।’


বিজ্ঞাপন


ভারতের ওপর আরোপিত ৫০ শতাংশ শুল্ককে অন্যায়, অযৌক্তিক এবং অযৌক্তিক বলে অভিহিত করে গোয়েল আরও বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক যে কিছু গুরুত্বপূর্ণ দেশ, যারা আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ামকশক্তি— স্থিতিশীলতার এজেন্ডাকে এড়িয়ে যেতে চাইছে।’

গত আগস্ট মাস থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েন শুরু হয়েছে ভারতের। এই টানাপোড়েনের প্রধান কারণ ভারতের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতি উচ্চমাত্রার রপ্তানি শুল্ক আরোপ।

গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের অনেক দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন। এসময় ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন তিনি। তবে রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার দায়ে জরিমানা হিসেবে আগস্টের প্রথম দিকে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প। এর ফলে ভারতের ওপর ধার্যকৃত শুল্কের পরিমাণ পৌঁছায় ৫০ শতাংশে, যা গত বুধবার (২৭ আগস্ট) থেকে কার্যকর হয়েছে। একই সঙ্গে ভারতের সঙ্গে ব্যাণিজ্য আলোচনাও স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট। 


বিজ্ঞাপন


এরমধ্যেই গতকাল সোমবার ট্রাম্প দাবি করেছেন, শুল্ক সংকট মোকাবিলায় ভারত সম্প্রতি সব ধরনের মার্কিন পণ্য আমদানির ওপর ধার্যকৃত শুল্ক প্রত্যাহোরের প্রস্তাব দিয়েছে। 

নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেছেন, ‘তারা (ভারত) সম্প্রতি মার্কিন পণ্যে ধার্যকৃত শুল্ক শূন্যে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। এই প্রস্তাব আরও অনেক বছর আগে দেওয়া উচিত ছিল।’

ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ককে ‘একতরফা’ আখ্যা দিয়ে ট্রাম্প আরও বলেন, ‘খুব কম লোকই বোঝে, তারা আমাদের কাছে প্রচুর পরিমাণে পণ্য বিক্রি করে, আমরা তাদের সবচেয়ে বড় ক্লায়েন্ট। কিন্তু তারা আমাদের পণ্য কিনে না, যা এটি সম্পূর্ণ একতরফা সম্পর্ক, এবং এটি বহু দশক ধরে চলে আসছে। কারণ হল ভারত এখন পর্যন্ত আমাদের ওপর এত বেশি শুল্ক আরোপ করেছে, যা অন্য যেকোনো দেশের তুলনায় সর্বোচ্চ, এতে ভারতে পণ্য বিক্রি করতে পারি না। এটি সম্পূর্ণ একতরফা বিপর্যয়! এছাড়াও, ভারত তার বেশিরভাগ তেল এবং সামরিক পণ্য রাশিয়া থেকে কিনে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে খুব কম।’

সূত্র: আনাদোলু 


-এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর