শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাজা শহর দখলের অভিযানে যেতে অস্বীকৃতি জানাল ইসরায়েলি রিজার্ভ সৈন্যরা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২ পিএম

শেয়ার করুন:

গাজা শহর দখলের অভিযানে যেতে অস্বীকৃতি জানাল ইসরায়েলি রিজার্ভ সৈন্যরা

ফিলিস্তিনের গাজা শহর সম্পূর্ণ দখলের পরিকল্পনার আওতায় ৬০ হাজার রিজার্ভ সৈন্যকে ডেকেছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে রিজার্ভ সৈন্যদের একটি দল গাজা শহর দখলের ইসরায়েলি সরকারের পরিকল্পনায় যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। 

ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, এখন পর্যন্ত ৩৬৫ জন রিজার্ভ সৈন্য ঘোষণা করেছে, সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের ডাকা হলেও তারা কাজে যোগদান করবেন না।


বিজ্ঞাপন


মঙ্গলবার তেল আবিবে এক সংবাদ সম্মেলনে রিজার্ভ সৈন্যদের প্রতিনিধিত্বকারী সার্জেন্ট ফার্স্ট ক্লাস ম্যাক্স ক্রেশ বলেন, ‘আমরা নেতানিয়াহুর অবৈধ যুদ্ধে অংশ নিতে অস্বীকার করি এবং আমাদের নেতাদের কাছ থেকে জবাবদিহিতা দাবি করাকে আমরা দেশপ্রেমিক কর্তব্য হিসেবে দেখি।’ 

ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কান-এর প্রতিবেদন অনুযায়ী, গত আগস্টের মাঝামাঝি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদন করার পর ৬০ হাজার রিজার্ভ সৈন্যকে ডাকে সেনাবাহিনী। 

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ঘনবসতিপূর্ণ গাজার বিভিন্ন এলাকায় নতুন সামরিক অভিযান চালানোর অনুমোদন দিয়েছেন। এর অংশ হিসেবে গাজা সিটির চারপাশে ধাপে ধাপে ‘সুনির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক’ অভিযান চালানো হবে। 


বিজ্ঞাপন


ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, সেনাবাহিনী রিজার্ভ সৈন্য ডাকার বিষয়ে অর্ডার ৮ নামে পরিচিত জরুরি খসড়া আদেশ জারি করেছ। এছাড়া গাজায় নিয়মিত সেনাদের সংখ্যাও বাড়ানো হবে।

অন্যদিকে ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, সৈন্যদের একত্রিতকরণ আজ ২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে।

এরআগে গত ৮ আগস্ট গাজা শহর দখলের নেওয়ার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনায় অনুমোদন করেছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। তবে নেতানিয়াহুর এই পরিকল্পনা প্রকাশের পর আন্তর্জাতিক বিশ্বে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। যুক্তরাজ্য, ফ্রান্স, তুরস্ক, সৌদি আরব এবং ইউরোপের ২৭টি দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কঠোর সমালোচনার পাশাপাশি নেতানিয়াহুকে এই পরিকল্পনা স্থগিতের আহ্বান জানায়। কিন্তু এসব আহ্বানকে উপেক্ষা করে গাজায় ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। 

জাতিসংঘসহ মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে বলেছে, ইসরায়েলের এই অভিযানে গাজায় মানবিক বিপর্যয় আরও ভয়াবহ রূপ নিতে পারে। উপত্যকার অধিকাংশ বাসিন্দা বারবার বাস্তুচ্যুত হয়েছেন, বহু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং দুর্ভিক্ষের হুমকির মধ্যে অনাহারে মৃত্যুর সংখ্যা বাড়ছে।

সূত্র: আলজাজিরা 

-এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর