মালয়েশিয়ায় অবৈধ জুয়াবিরোধী অভিযান চালিয়ে ৭০ প্রবাসীসহ ৩২৮ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) মালয়েশিয়ান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিচালক এম কুমার এত বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
বিবৃতিতে তিনি বলেন, পুলিশ ৩০ ও ৩১ আগস্ট ৩৯৫টি স্থানে অভিযান চালিয়ে ২৭২টি প্রতিষ্ঠানকে লাইসেন্সবিহীন জুয়া কার্যক্রম পরিচালনার প্রমাণ পেয়েছে। এরমধ্যে ২৪৫টি প্রতিষ্ঠান লাইসেন্স ছাড়াই লটারির টিকিট বিক্রি করছিল, ২০টি প্রতিষ্ঠান অনলাইন জুয়া কার্যক্রম পরিচালনা করছিল, পাঁচটি প্রতিষ্ঠান লাইসেন্স ছাড়াই পারিবারিক বিনোদন কেন্দ্র পরিচালনা করছিল এবং দুটি প্রতিষ্ঠান জুয়ার কল সেন্টার হিসেবে কাজ করছিল।
তিনি বলেন, গ্রেফতার হওয়া ৩২৮ জনের মধ্যে ২৮৬ জন পুরুষ এবং ৪২ জন নারী, যাদের মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের মালিক, শ্রমিক, তত্ত্বাবধায়ক এবং জুয়াড়ি। অভিযানের সময় জব্দ করা জিনিসপত্রের মধ্যে রয়েছে- নগদ অর্থ, কম্পিউটার সরঞ্জাম, মোবাইল ফোন এবং জুয়ার মেশিন।
এম কুমার আরও জানান, আটককৃতদের মধ্যে ৭০ জন বিভিন্ন দেশের নাগরিক। তবে তারা কোন দেশের নাগরিক সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি।
বিজ্ঞাপন
এই ধরনের অবৈধ কার্যকলাপ মোকাবেলায় কর্তৃপক্ষকে তথ্য সরবরাহে জনসাধারণকে সহযোগিতার আহ্বান জানান তিনি।
সূত্র: ফ্রি মালয়েশিয়া টুডে
-এমএইচআর

