রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সুদানে ভূমিধসে এক গ্রাম নিশ্চিহ্ন, বিদ্রোহীদের দাবি—নিহত অন্তত ১ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৩ এএম

শেয়ার করুন:

সুদানে ভূমিধসে এক গ্রাম নিশ্চিহ্ন, বিদ্রোহীদের দাবি—নিহত অন্তত ১ হাজার
সুদানে ভূমিধসে এক গ্রাম নিশ্চিহ্ন, বিদ্রোহীদের দাবি—নিহত অন্তত ১ হাজার

সুদানের পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিধসে একটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী সুদান লিবারেশন মুভমেন্ট (এসএলএম)। তারা জানিয়েছে, এই দুর্যোগে প্রাণ হারিয়েছেন অন্তত ১ হাজার মানুষ। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।

বিদ্রোহী গোষ্ঠীর দাবি, পুরো গ্রামটিতে বেঁচে আছেন মাত্র একজন মানুষ। বাকিরা সবাই ভূমিধসের নিচে চাপা পড়ে মারা গেছেন।


বিজ্ঞাপন


সোমবার (১ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে সুদান লিবারেশন মুভমেন্ট জানায়, কয়েক দিন ধরে টানা ভারী বর্ষণের পর গত ৩১ আগস্ট মারাত্মক ভূমিধস হয়। ঘটনাটি ঘটে পশ্চিম সুদানের মারা মাউন্টেইনস এলাকায়। এটি দেশটির দারফুর অঞ্চলের অংশ, যেখানে বর্তমানে এই বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণ রয়েছে।

ঘটনাস্থলের আশপাশে এখনও উদ্ধারকাজ শুরু হয়নি। সুদান লিবারেশন মুভমেন্ট জানিয়েছে, তারা জাতিসংঘ ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর কাছে জরুরি সহায়তা চেয়েছে। কারণ, নিজেদের হাতে পর্যাপ্ত সরঞ্জাম ও জনবল না থাকায় তারা মৃতদেহ উদ্ধার ও আহতদের সহায়তা করতে পারছে না।

এই মারামাউন্টেইনস এলাকায় আগে থেকেই বিপুল সংখ্যক আশ্রয়প্রার্থী মানুষ বসবাস করছিলেন। কারণ, কাছাকাছি উত্তর দারফুর রাজ্যে সুদানের সরকারি সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সংঘাত চলছে। সেই সংঘাত থেকে বাঁচতে অনেকেই পালিয়ে এই অঞ্চলে আশ্রয় নিয়েছিলেন।

এসএলএম জানিয়েছে, ভূমিধসে ক্ষতিগ্রস্ত গ্রামটিতে যারা ছিলেন, তারা বেশিরভাগই যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে পালিয়ে আসা নারী ও শিশু। এদের অনেকেই আগে থেকেই অপুষ্টি ও দুর্বল স্বাস্থ্য নিয়ে বেঁচে ছিলেন। ভূমিধস তাদের জন্য চরম বিপর্যয় বয়ে আনে।


বিজ্ঞাপন


উল্লেখ্য, সুদানে প্রায় দুই বছর ধরে গৃহযুদ্ধ চলছে। সরকারি সেনা ও আরএসএফের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। লাখ লাখ মানুষ ঘরহারা হয়েছেন।

জাতিসংঘের হিসাব বলছে, দেশটির প্রায় অর্ধেক মানুষ বর্তমানে চরম খাদ্য সংকটের মুখে। দারফুর, খার্তুম, ও আল-ফাশিরসহ গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে নিয়মিত গোলাবর্ষণ ও সহিংসতার ঘটনা ঘটছে। এর মধ্যেই এবার যোগ হলো মারামাউন্টেইনসের ভয়াবহ ভূমিধস। সূত্র: রয়টার্স 

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর