গত মাস যুক্তরাষ্ট্রের আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনতে একই গাড়িতে চড়তে দেখা গেছে। এবার একই দৃশ্য দেখা গেল চীনে। তবে এবার পুতিনের গাড়িতে গিয়ে দেখা গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলন উপলক্ষে চীন সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী ও রুশ প্রেসিডেন্ট। দুই দিনের এই সম্মেলনের প্রথম দিনের অধিবেশন শেষে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে একই গাড়িতে চড়ে হোটেলে গেলেন দুই রাষ্ট্রপ্রধান।
বিজ্ঞাপন
সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, তিয়াংজিনের রিটজ-কার্লটন হোটেলে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে আগে মোদির সঙ্গে ভ্রমণ করতে চেয়েছিলেন পুতিন। এমনকি তিনি তার লিমোজিন নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর জন্য প্রায় ১০ মিনিট অপেক্ষা করেছিলেন।
সূত্র আরও জানায়, গাড়িতে প্রায় ৪৫ মিনিট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন পুতিন ও মোদি। এমনকি বৈঠকস্থলে পৌঁছানোর পরেও বেশ কিছুক্ষণ তারা গাড়িতেই সময় কাটান। এর পরে, উভয় নেতার একটি পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক বৈঠক হয়, যা এক ঘন্টারও বেশি সময় ধরে চলে।
আরও পড়ুন
এদিকে পুতিনের গাড়িতে চড়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে নরেন্দ্র মোদি লেখেন, ‘এসসিও সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষে প্রেসিডেন্ট পুতিন ও আমি একসঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের ভেন্যুর উদ্দেশ্যে যাত্রা করছি। তার সঙ্গে আলাপচারিতা সবসময়ই অন্তর্দৃষ্টিপূর্ণ।’
বিজ্ঞাপন
After the proceedings at the SCO Summit venue, President Putin and I travelled together to the venue of our bilateral meeting. Conversations with him are always insightful. pic.twitter.com/oYZVGDLxtc
— Narendra Modi (@narendramodi) September 1, 2025
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুই নেতা গাড়িতে প্রায় এক ঘন্টা ধরে একান্ত আলোচনা করেছেন। সম্ভবত এটি তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গোপনীয় কথোপকথন ছিল।’
প্রসঙ্গত, রাশিয়া থেকে তেল কেনার জেরে ভারতীয় পণ্যে ডোনাল্ড ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক চাপানোর পর দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কে টানাপোড়েন চলছে। এই আবহে চীনে ভারত ও রুশ নেতাদের অত্যন্ত সৌহার্দ্য পূর্ণ ছবি সামনে আসছে, যা ট্রাম্পের জন্য একটি স্পষ্ট বার্তা বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
-এমএইচআর

