রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ৮০০ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৭ পিএম

শেয়ার করুন:

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ৮০০ ছাড়াল

আফগানিস্তানের ইতিহাসে অন্যতম ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৮০০ জন ছাড়িয়ে গেছে। এছাড়াও আরও কমপক্ষে ২ হাজার ৮০০ জন আহত এবং শত শত মানুষ এখনো ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার তালেবান সকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, ভূমিকম্পে পূর্বাঞ্চলীয় কুনার এবং নাঙ্গারহার প্রদেশে ৮১২ জন নিহত হয়েছেন।


বিজ্ঞাপন


তিনি সতর্ক করে বলেন, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

afgan

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে দেশটির পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ৮ কিলোমিটার (৫ মাইল)। এরপর আরও অন্তত তিনটি পরাঘাত হয়েছে, যার মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে। প্রায় ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও এসব কম্পন অনুভূত হয়েছে।

আরও পড়ুন

আফগানিস্তানে ধ্বংসস্তূপে চাপা পড়েছে পুরো গ্রাম

আল-আকসা মসজিদের নিচে গোপনে খনন করছে ইসরায়েল

আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান মানবিক সংস্থাগুলোকে দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার তৎপরতায় সহায়তা করার আহ্বান জানিয়েছেন। কারণ এসব এলাকার বেশ কিছু স্থানে ভূমিধ্বস ও বন্যার কারণে আকাশপথ ছাড়া অন্য কোন মাধ্যমে সেখানে পৌঁছাতে পারছে না উদ্ধারকর্মীরা।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, বিভিন্ন স্থান থেকে আহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই আহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে।

উদ্ধারকাজে যুক্ত তালেবান প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, কয়েকটি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং শুধু এই একটি উপত্যকাতেই 'শত শত মানুষ' নিহত বা আহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স, বিবিসি


এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর