১৯৯১ সালে যুক্তরাজ্যের প্রিন্সেস ডায়ানার পুতে রাখা একটি ‘টাইম ক্যাপসুল’ ৩৪ বছর পর লন্ডনের একটি শিশু হাসপাতালে খুঁজে পাওয়া গেছে। সম্প্রতি হাসপাতালে নতুন একটি ক্যান্সার সেন্টার নির্মাণ করার করার জন্য খননকাজ চলার সময় এটি পাওয়া যায়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ওয়েলসের প্রয়াত রাজকুমারী ডায়ানা ১৯৮৯ সাল থেকে লন্ডনের গ্রেট অরমন্ড স্ট্রিট হসপিটাল ফর চিলড্রেনের (জিওএসএইচ)-এর সভাপতি ছিলেন। ১৯৯১ সালের মার্চ মাসে জিওএসএইচ-এর ভ্যারাইটি ক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় তিনি টাইম ক্যাপসুলটি পুঁতে রেখেন।
বিজ্ঞাপন
গত বুধবার জিওএসএইচ এক বিবৃতিতে জানিয়েছে, নতুন শিশু ক্যানসার সেন্টারের নির্মাণকাজ শুরুর পর সিসা-আবৃত কাঠের এই টাইম ক্যাপসুলটি সম্প্রতি আবিষ্কৃত হয়। হাসপাতালের যেসব কর্মী ১৯৯১ সালের আগে জন্মেছিলেন বা তখন সেখানে কর্মরত ছিলেন, তাদের সাহায্যে বাক্সটি খোলা হয়। এর মধ্যে পাওয়া গেছে, পকেটে রাখা যায় এমন আকারের একটি ছোট টেলিভিশন, কাইলি মিনোগের একটি সিডি এবং কিছু গাছের বীজ।
প্রতিবেদনে বলা হয়েছে, তৎকালীন জাতীয় প্রতিযোগিতায় জয়ী দুই শিশু ক্যাপসুলের ভেতরে রাখার জন্য জিনিসগুলো বেছে নিয়েছিল। তারা কাইলি মিনোগের ‘রিদম অব লাভ সিডি’, একটি ইউরোপীয় পাসপোর্ট, পুনর্ব্যবহারযোগ্য কাগজ, একটি ছোট টিভি, যুক্তরাজ্যের কিছু কয়েন, একটি স্নোফ্লেক হোলোগ্রাম, কিউ গার্ডেনসের গাছের বীজ, আর সৌরশক্তিচালিত ক্যালকুলেটর।
হাসপাতালটির সিনিয়র হেলথ প্লে স্পেশালিস্ট জ্যানেট হোমস, যিনি ১৯৯১ সালে জিওএসএইচে কাজ করতেন। তিনি বলছিলেন, ‘ ওই বাক্সে পকেট টিভিটা দেখে অনেক স্মৃতি মনে পড়ে গেল। আমি আমার স্বামীর জন্য এরকম একটি ছোট টিভি কিনেছিলাম, যাতে তিনি সারা দেশে কোচ চালানোর মধ্যে বিরতির সময় টিভি দেখতে পারেন। তখন এগুলো ছিল খুব দামি।’
প্রসঙ্গত, প্রিন্সেস ডায়ানা ১৯৮৯ সাল থেকে ১৯৯৭ সালে তার মৃত্যুর আগ পর্যন্ত এই হাসপাতালের সভাপতি হিসেবে কাজ করেছিলেন। লন্ডনের কেন্দ্রস্থলে অবস্থিত হাসপাতালটিতে নিয়মিত শিশুদের দেখতে যেতেন তিনি। মাঝেমধ্যে তার দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারিকেও নিয়ে যেতে সেখানে।
এমএইচআর

