রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আফগানিস্তানে ফের বড় বাস দুর্ঘটনা, প্রাণ গেল ২৫ জনের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫, ১০:২১ পিএম

শেয়ার করুন:

আফগানিস্তানে ফের বড় বাস দুর্ঘটনা, প্রাণ গেল ২৫ জনের
আফগানিস্তানে উল্টে যাওয়া বাসটি। ছবি- সংগৃহীত।

আফগানিস্তানে আবারও বড় বাস দুর্ঘটনা। এবার দেশটির পূর্বাঞ্চলে একটি যাত্রীবোঝাই বাস উল্টে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন।

বুধবার (২৭ আগস্ট) সকালে দেশটির রাজধানী কাবুলের পার্শ্ববর্তী দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের কাছে এই দুর্ঘটনা ঘটে।  


বিজ্ঞাপন


কাবুল থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি বলেন, ‘রাজধানী কাবুলের পার্শ্ববর্তী দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের দিকে যাওয়ার একটি মহাসড়কে চালকের অবহেলার কারণে বাসটি উল্টে যায়।’

তিনি আরো বলেন, ‘এ ঘটনায় ২৫ জন নিহত এবং আরও ২৭ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

আফগানিস্তানে দুর্বল অবকাঠামো, কয়েক দশকের সংঘাত, মহাসড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং সেগুলো তদারকির অভাবে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে বলে এএফপির খবরে বলা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে মোটরসাইকেল ও ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে এক ডজনেরও বেশি শিশুসহ অন্তত ৭৮ জন নিহত হন।


বিজ্ঞাপন


এছাড়া গত বছরের ডিসেম্বরে আফগানিস্তানের একটি মহাসড়কে দুটি বাসের সংঘর্ষে কমপক্ষে ৫২ জন নিহত হওয়ার খবর প্রকাশ হয় বিভিন্ন গণমাধ্যমে।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর