ভারতের দিল্লি রাজ্যের মুখ্যমন্ত্রী রেখা গুপ্তকে নিজ বাসভবনে সজোরে চড় এবং শারীরিকভাবে নিগ্রহ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।
বুধবার (২০ আগস্ট) সকালে দিল্লির সিভিল লাইন্স এলাকায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে ঘটেছে এ ঘটনা। খবর হিন্দস্তান টাইমসের।
বিজ্ঞাপন
এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যিমটি জানিয়েছে, বুধবার সকালে মুখ্যমন্ত্রীর বাসভবনে চলছিল ‘জন সুনওয়াই’ বা জনতার অভাব অভিযোগ শোনার সেশন।
ওই সময় ৩০ থেকে ৩৫ বছর বয়সী এক ব্যক্তি সোজা রেখা গুপ্তার কাছাকাছি গিয়ে একটি কাগজ দেন এবং তারপরই তাকে সজোরে চপোটাঘাত করেন এবং চুলের মুঠি ধরেন।
এ সময় চিৎকার করে মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করছিলেন তিনি। হামলাকারী ওই ব্যক্তির কাছ থেকে কিছু কাগজ উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
সেগুলোতে কী লেখা আছে, জানা যায়নি তবে সূত্রের বরাতে জানা গেছে হামলার আগে মুখ্যমন্ত্রীকে যে কাগজ তিনি দিয়েছিলেন এবং যে কাগজ তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে, সেগুলো আদালত সম্পর্কিত।
ভারতীয় সংবাদমাধ্যম আইএনএস জানিয়েছে, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তকে চপোটাঘাত ও চুলের মুঠি ধরার পাশাপাশি তার মাথায় ভারী কিছু দিয়ে আঘাতও করেছেন ওই ব্যক্তি।
বিজেপিও একই অভিযোগ করেছে। বিজেপির দিল্লি শাখার প্রেসিডেন্ট বীরেন্দ্র সাচদেব এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। গ্রেফতারকৃত ব্যক্তির নাম-পরিচয় উল্লেখ করেনি দিল্লি পুলিশ।
-এমএমএস

