সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পুতিনকে ধন্যবাদ জানালেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৫, ০৯:২৮ পিএম

শেয়ার করুন:

পুতিনকে ধন্যবাদ জানালেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসময় ইউক্রেন যুদ্ধ বন্ধে আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক বৈঠক নিয়ে কথা হয়েছে বলে জানান মোদি। 

সোমবার (১৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় মোদি বলেন, ‘আমার বন্ধু, প্রেসিডেন্ট পুতিনকে আজ আমাকে ফোন করার জন্য এবং আলাস্কায় সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার সাম্প্রতিক বৈঠকের বিষয়ে অন্তর্দৃষ্টি ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।’


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, ‘ভারত বরাবরেই শান্তিপূর্ণভাবে এই সংঘাত নিরসনের পক্ষে এবং সংঘাতের শুরু থেকে ভারত বারবার উভয়পক্ষকে এ আহ্বান জানিয়ে যাচ্ছে। সামনের দিনগুলোতেও বিভিন্ন ইস্যুতে আমাদের মত বিনিময়ের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

প্রসঙ্গত, রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখার কারণে চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপরে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। ২৭ আগস্ট থেকে এই ঘোষণা কার্যকর হলে যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য আমদানিতে মোট শুল্কের পরিমাণ বেড়ে হবে ৫০ শতাংশ। এই হার যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের মধ্যে সর্বোচ্চ।

রুশ তেল ক্রয় নিয়ে ভারতের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই গত শুক্রবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে গত শুক্রবার আলাস্কায় ট্রাম্প-পুতিনের বৈঠক হয়। এরআগেই মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সতর্ক করেছিলেন, ট্রাম্প-পুতিনের এই শান্তি আলোচনা ব্যর্থ হলে ভারতের ওপর আরোপিত শুল্ক আরও বৃদ্ধি পেতে পারে। এ নিয়ে বেশ চাপে ছিল নয়াদিল্লি। বৈঠক থেকে তেমন কোনও উল্লেখযোগ্য সমাধানসূত্র না মিললেও পুতিন এবং ট্রাম্প দুজনেই দাবি করেছেন, বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আর এতে স্বস্তি প্রকাশ করেছে ভারত। 


বিজ্ঞাপন


শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিবৃতিতে মন্ত্রাণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আলাস্কায় অনুষ্ঠিত বৈঠককে ভারত স্বাগত জানায়। শান্তির লক্ষ্যে তাদের নেতৃত্ব অত্যন্ত প্রশংসনীয়। ভারত এই বৈঠকে অর্জিত অগ্রগতির প্রশংসা করে।’

তিনি আরও বলেন, ‘শুধুমাত্র সংলাপ এবং কূটনীতির মাধ্যমেই এগিয়ে যাওয়ার পথ সম্ভব। বিশ্ব ইউক্রেনের সংঘাতের দ্রুত অবসান দেখতে চায়।’ 

সূত্র: এনডিটিভি


-এমএইচআর

 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর