রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পাকিস্তান কেন ভারতের এক দিন আগে স্বাধীনতা দিবস পালন করে?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৫, ০৩:১৭ পিএম

শেয়ার করুন:

পাকিস্তান কেন ভারতের এক দিন আগে স্বাধীনতা দিবস পালন করে?
পাকিস্তান কেন ভারতের এক দিন আগে স্বাধীনতা দিবস পালন করে?

প্রতি বছর ১৪ আগস্ট স্বাধীনতা দিবস পালন করে পাকিস্তান। আর তার পরদিন ১৫ আগস্ট স্বাধীনতা দিবস পালন করে ভারত। অথচ ইতিহাস বলছে, ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটে একই দিনে—১৫ আগস্ট। তাহলে কেন পাকিস্তান এক দিন আগে এই দিবস উদযাপন করে, এ প্রশ্নের উত্তর খুঁজলে উঠে আসে নানা ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপট।

মূলত, ১৯৪৭ সালের ১৫ আগস্টই ভারত ও পাকিস্তানের স্বাধীনতার দিন। ব্রিটিশ পার্লামেন্টে গৃহীত ‘ইন্ডিয়ান ইন্ডিপেনডেন্স অ্যাক্ট’-এ স্পষ্টভাবে বলা হয়, ১৯৪৭ সালের ১৫ আগস্ট থেকে ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি আলাদা স্বাধীন রাষ্ট্রের জন্ম হবে। জাতিসংঘে ব্রিটিশ সরকারের প্রেরিত নথি, জাতিসংঘ সচিবালয়ের প্রেস বিজ্ঞপ্তি, এবং ব্রিটিশ ফরেন অফিসের দলিলেও ১৫ আগস্টকেই উভয় দেশের স্বাধীনতার তারিখ হিসেবে উল্লেখ করা হয়।


বিজ্ঞাপন


তৎকালীন ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনের ভূমিকা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাকে দুটি নতুন রাষ্ট্রের স্বাধীনতা কার্যকর করার দায়িত্ব পালন করতে হয়েছিল মাত্র এক রাতের ব্যবধানে। পাকিস্তানের স্বাধীনতা ঘোষণার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তিনি ১৩ আগস্ট করাচি যান। পরদিন ১৪ আগস্ট সকালে করাচিতে পাকিস্তানের সংবিধান সভায় ভাষণ দেন এবং বলেন, ১৪ ও ১৫ আগস্টের মধ্যরাতে পাকিস্তান স্বাধীন হবে। এর কিছুক্ষণ পর তিনি দিল্লির উদ্দেশে রওনা দেন এবং ১৫ আগস্ট রাত ১২টায় ভারতের স্বাধীনতা ঘোষণা করে নিজেই গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব নেন।

আর পড়ুন

আজ পাকিস্তানের ৭৮তম স্বাধীনতা দিবস

এই ঐতিহাসিক প্রক্রিয়ার অংশ হিসেবে পাকিস্তান ব্রডকাস্টিং সার্ভিস থেকে ১৪ আগস্ট রাত ১২টায়, অর্থাৎ ১৫ আগস্ট শুরুর মুহূর্তে, স্বাধীনতার ঘোষণা প্রচার করা হয়। সেই মুহূর্তে লাহোর ও ঢাকায় ইংরেজি ও বাংলায় এবং পেশোয়ারে উর্দু ও পশতু ভাষায় প্রচারিত হয় স্বাধীনতার বার্তা। ১৫ আগস্ট সকালে রেডিও পাকিস্তান লাহোর থেকে প্রচার শুরু হলে মোহাম্মদ আলী জিন্নাহর পূর্বে রেকর্ড করা বাণী সম্প্রচারিত হয়, যেখানে তিনি বলেন, ‘১৫ আগস্ট স্বাধীন ও সার্বভৌম পাকিস্তানের জন্মদিন’।

এছাড়া ১৯৪৭ সালের ১৫ আগস্ট প্রকাশিত পাকিস্তানের প্রথম সরকারি গেজেটে মোহাম্মদ আলী জিন্নাহর গভর্নর জেনারেল হিসেবে নিয়োগ ও শপথ গ্রহণের তারিখও উল্লেখ করা হয় একই দিনে। পাকিস্তানের প্রথম ডাকটিকিট, যা ১৯৪৮ সালের ৯ জুলাই প্রকাশিত হয়, তাতেও দেশের স্বাধীনতার তারিখ হিসেবে লেখা হয় ১৯৪৭ সালের ১৫ আগস্ট।


বিজ্ঞাপন


তবে সবকিছু পাল্টে যায় ১৯৪৮ সালের ২৯ জুন। সেদিন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের সভাপতিত্বে পাকিস্তানের মন্ত্রিসভার এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ১৫ আগস্টের পরিবর্তে ১৪ আগস্টই হবে স্বাধীনতা দিবস। প্রস্তাবটি পাঠানো হয় মোহাম্মদ আলী জিন্নাহর কাছে, যিনি গভর্নর জেনারেল হিসেবে তা অনুমোদন দেন। এরপর ১৩ জুলাই ১৯৪৮ তারিখে সরকারিভাবে ঘোষণা করা হয় যে, পাকিস্তানের প্রথম স্বাধীনতা দিবস উদযাপন হবে ১৪ আগস্ট। সেদিন ছুটি থাকবে এবং জাতীয় পতাকা উত্তোলন করা হবে সব সরকারি দপ্তরে।

পরবর্তী একটি চিঠিতে স্পষ্টভাবে জানানো হয়, এই সিদ্ধান্ত শুধু ১৯৪৮ সালের জন্য নয়, বরং আগামী প্রতিটি বছরই ১৪ আগস্ট স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হবে। তবে কেন ১৫ আগস্ট থেকে ১৪ আগস্টে দিনটি এগিয়ে আনা হলো, সেই সিদ্ধান্তের পেছনে কোনো ঐতিহাসিক, রাজনৈতিক বা ধর্মীয় ব্যাখ্যা সরকারি নথিতে উল্লেখ নেই।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর