সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরের যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সম্ভাব্য সফরের কারণ নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদান করা হলেও, একটি মূল উদ্দেশ্য হবে ট্রাম্পের সঙ্গে আলোচনা করা এবং দুই দেশের মধ্যে সম্পর্কের কিছুটা তিক্ততার কারণ হয়ে ওঠা বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করা।
বিজ্ঞাপন
রাশিয়ান তেল কেনা অব্যাহত রাখার জন্য নয়াদিল্লিকে শাস্তি দিতে ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করার কয়েকদিন পরই মোদির সম্ভাব্য মার্কিন সফরের খবর এলো।
আরও পড়ুন
ভারতের সঙ্গে কোনো ‘বাণিজ্য আলোচনা’ নয়: ট্রাম্প
ট্রাম্পের শুল্ক ধাক্কায় ভারতের হীরা ব্যবসায় ধস, চাকরি গেল ১ লাখ কর্মীর
ট্রাম্পের দ্বিগুণ শুল্ক সামলাতে মাত্র ১৯ দিনে ভারত কী করতে পারে?
এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।
বিষয়টির সঙ্গে পরিচিত একজন ভারতীয় কর্মকর্তা বলেছেন, ট্রাম্পের সঙ্গে বৈঠকের বিষয়ে এখনো কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং মোদি জাতিসংঘের সাধারণ পরিষদে যাবেন কিনা তাও সিদ্ধান্ত হয়নি। সাধারণ পরিষদ ৯ সেপ্টেম্বর শুরু হবে, তবে রাষ্ট্র ও সরকার প্রধানদের বার্ষিক সভা, বিতর্ক ২৩-২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
এদিকে মঙ্গলবার মার্কিন ট্রেজারি বা অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, সুইজারল্যান্ড এবং ভারতসহ বেশ কয়েকটি বৃহৎ বাণিজ্য চুক্তি এখনও সম্পন্ন হওয়ার অপেক্ষায় রয়েছে, তবে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় কম দামে রুশ তেল কেনার প্রশ্নে নয়াদিল্লি ‘একটু অটল’ ছিল।
মার্কিন সম্প্রচার সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, তিনি আশা করেন যে ট্রাম্প প্রশাসন অক্টোবরের শেষের দিকে তাদের বাণিজ্য আলোচনা শেষ করতে পারবে। এটি উচ্চাকাঙ্ক্ষী, তবে আমি মনে করি আমরা একটি ভালো অবস্থানে আছি।
সূত্র: রয়টার্স
এমএইচআর

