পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির সম্প্রতি যুক্তরাষ্ট্রে সম্ভাব্য পরমাণু হামলার হুমকির নিন্দা জানিয়েছে ভারত। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মতো ‘বন্ধু দেশের’ মাটি থেকে পরমাণু হামলার হুমকি- দুর্ভাগ্যজনক বলেও জানিয়েছে নয়াদিল্লি।
সোমবার (১১ আগস্ট) ভারতের পরররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে পাকিস্তানের সেনাপ্রধান যা যা বলেছেন, তা আমাদের নজরে এসেছে। পরমাণু হুমকি দেওয়া পাকিস্তানের পুরনো অভ্যাস। আন্তর্জাতিক মহল এই নিয়ে নিজেদের মতো করে উপসংহার ভেবে নিতে পারেন। যেভাবে দায়িত্বহীনভাবে এই সব মন্তব্য করা হয়েছে, তা থেকে ফের একবার সেই সন্দেহ মাথাচাড়া দেবে, সন্ত্রাসবাদীদের সঙ্গে হাত মেলানো সেনার হাতে এই পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ থাকা উচিত কি না।’
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের প্রশ্রয়ে পাকিস্তানের সেনাবাহিনী নিজের প্রকৃত চেহারা দেখাচ্ছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরের সম্প্রতিক মন্তব্যে এটা আরও একবার স্পষ্ট হলো যে পাকিস্তান একটি দায়িত্বহীন পরমাণু অস্ত্রসমৃদ্ধ রাষ্ট্র। পরমাণু অস্ত্রের অধিকারী হতে হলে যে দায়িত্বশীলতা একটি রাষ্ট্রের থাকতে হয়— পাকিস্তানের তা নেই। তার বক্তব্যে আরও একটি ব্যাপার স্পষ্ট হয়েছে এবং তা হলো, যখনই যুক্তরাষ্ট্র প্রশ্রয় দেয়— তখনই তারা নিজেদের প্রকৃত রং বা চেহারা দেখানো আরম্ভ করে।’
এদিকে যুক্তরাষ্ট্রকে পরোক্ষ খোঁচা মেরে বিবৃতিতে বলা হয়েছে, ‘এই ধরনের মন্তব্য বন্ধুত্বপূর্ণ তৃতীয় দেশের মাটিতে দাঁড়িয়ে করা হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক। ভারত পরমাণু হুমকির সামনে মাথা নত করবে না। আগেও তা স্পষ্ট করা হয়েছে। জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ নেব।’
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টিনোম)-এর আমন্ত্রণে মাত্র দুই মাসের ব্যবধানে আবারও যুক্তরাষ্ট্র সফরে গেছেন অসীম মুনির। দেশটির রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন তিনি। এরমধ্যে ফ্লোরিডায় টাম্পায় তার জন্য একটি অনুষ্ঠানে ভারতের বিরুদ্ধে বিভিন্ন হুমকি দিয়েছেন পাক সেনাপ্রধান।
বিজ্ঞাপন
আরও পড়ুন
পাকিস্তানি বিমান ভূপাতিত করার ভারতের দাবি ‘হাস্যকর’: খাজা আসিফ
পাকিস্তান-ভারত সংঘাত: আবারও নিজের কৃতিত্ব জাহির করলেন ট্রাম্প
অসীম মুনির বলেন, আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি আমরা মনে করি আমরা ধ্বংস হচ্ছি। তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককে ধসিয়ে নিয়ে যাব।
তিনি বলেছেন, যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখোমুখি হয় এবং পাকিস্তান ধ্বংসের মুখে পড়ে তাহলে পুরো বিশ্বের অর্ধেক ধসিয়ে দেব। এরপর নিজেরা ধ্বংস হবো। তিনি মূলত এই অঞ্চলে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন।
এছাড়াও সিন্ধু নদে ভারতের বাঁধ নির্মাণের পরিকল্পনার বিষয়ে অসীম মুনির বলেন, ‘আমরা বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব। যখন বানানো শেষ হবে, ১০টি মিসাইল মেরে এটি ধ্বংস করে দেব। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়। আমাদের মিসাইলের কোনও অভাব নেই।’
সূত্র: এনডিটিভি
এমএইচআর

