বিরোধী দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রাহুল গান্ধী নেতৃতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের কার্যালয়ের অভিমুখে বিরোধীদলীয় এমপির বিক্ষোভ মিছিল ঘিরে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে।
সোমবার সকালের দিকে বিক্ষোভে অংশ নেওয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের দুই এমপি দুই এমপি মহুয়া মৈত্র ও মিতালি বাগ অজ্ঞান হয়ে পড়ে যান। পরে রাহুল গান্ধীসহ অন্যান্য এমপিরা তাদের সহায়তায় এগিয়ে আসেন।
বিজ্ঞাপন
কলকাতা ভিত্তিক সংবাদমাধ্যমে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ আটক করে বাসে তোলার পরেই ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন মহুয়া মৈত্র ও আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। অসুস্থ হয়ে পড়েন এসপির এক সাংসদও। সাংসদদের অসুস্থতার খবর পেয়ে সেখানে পৌঁছে গিয়ে খোঁজখবর নেন রাহুল। বাস থেকে নেমে এসপির অসুস্থ সাংসদকে তুলে দেন অন্য গাড়িতে।

তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষের অভিযোগ, পুলিশ নারী সাংসদদের ওপরে বলপ্রয়োগ করেছে, চুল ধরে টেনেছে।
বিজ্ঞাপন
সাগরিকার পোস্ট করা এটি ভিডিওতে দেখা যাচ্ছে, বাসের পিছনের আসনেই বসে রয়েছেন অসুস্থ মহুয়া। তাকে ঘিরে রয়েছেন অন্য নারী সাংসদরা। মহুয়াকে পানি খাওয়ানো হচ্ছে। বাসে ওঠার পরেই ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন। কিছু সময়ের জন্য জ্ঞান হারান তিনি।
প্রসঙ্গত, এরআগে সোমবার সকালে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী সংসদ সদস্যদের ভোটার তালিকা ইস্যুতে সংসদ থেকে নির্বাচন কমিশনের কার্যালয় পর্যন্ত বিক্ষোভ করছিলেন, তবে বিক্ষোভ মিছিল মাঝপথে থামিয়ে দেয় পুলিশ। এ সময় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) নেতা সঞ্জয় রাউত, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও দলটির অন্যতম নেতা জয়রাম রমেশসহ আরও কয়েকজনকে আটক করা হয়েছে।
এমএইচআর

