অপারেশন ‘সিঁদুর’-এর তিন মাস পর ভারতের বিমানবাহিনী প্রধান দাবি করেছেন, ওই অভিযানের সময় পাকিস্তানের ছয়টি সামরিক বিমান ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে পাঁচটি যুদ্ধবিমান এবং একটি সামরিক পরিবহন বিমান। তবে ভারতের এই দাবি ‘ভিত্তিহীন ও হাস্যকর’ বলে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান।
শনিবার (৯ আগস্ট) ভারতের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং বলেন, মে মাসের সংঘর্ষে ভারতের এস-৪০০ সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম ব্যবহার করে পাকিস্তানের বেশ কয়েকটি বিমান ধ্বংস করা হয়। এই প্রথমবার পাকিস্তানের বিমান ক্ষয়ক্ষতি নিয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করল ভারত।
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এক কড়া প্রতিক্রিয়ায় বলেন, তিন মাস আগে সংঘর্ষ শেষ হয়ে যাওয়ার পর হঠাৎ করে এমন দাবি শুধু মিথ্যা নয়, বরং চরমরকম অবিশ্বাস্য ও অপেশাদারিত্বের পরিচায়ক।
এক্সে (সাবেক টুইটার) পোস্ট দিয়ে আসিফ বলেন, পাকিস্তানের কোনো বিমান ভূপাতিত হয়নি। বরং রাফায়েলসহ ছয়টি ভারতীয় যুদ্ধবিমান পাকিস্তান ভূপাতিত করেছে। এস-৪০০ ব্যবস্থাসহ ভারতীয় কিছু ড্রোন এবং বিমানঘাঁটিও অকার্যকর করা হয়েছে বলে জানান তিনি।
আসিফ আরও বলেন, সংঘর্ষের সময় পাকিস্তান আন্তর্জাতিক গণমাধ্যমকে নিয়মিত তথ্য দিয়েছে, যা ভারত দেয়নি। তিনি দাবি করেন, আন্তর্জাতিকভাবে ভারতীয় ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকৃত হয়েছে।
তিনি বলেন, যুদ্ধ ময়দানে মিথ্যার কোনো স্থান নেই। জয় আসে নৈতিক শক্তি, জাতীয় ঐক্য এবং পেশাদারিত্বের মাধ্যমে। নয়তো তা ক্ষণস্থায়ী হয়।
বিজ্ঞাপন
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী উভয় দেশের বিমান ক্ষয়ক্ষতির একটি স্বাধীন তালিকা তৈরির আহ্বান জানান। বলেন, এতে প্রকৃত সত্য উদঘাটিত হবে এবং কার বক্তব্য সত্য, সেটিও স্পষ্ট হয়ে যাবে।
ভারতের এই দাবিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং যুদ্ধপরবর্তী প্রোপাগান্ডা বলেও অভিহিত করেছে ইসলামাবাদ। সূত্র: জিও নিউজ
এইউ

