রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৮ পিএম

শেয়ার করুন:

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া

রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (০৯ আগস্ট) দুপুরে কুরিল দ্বীপপুঞ্জে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি)। 


বিজ্ঞাপন


সংস্থাটি আরও জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তি ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। 

এর আগে, গত ৩০ জুলাই রাশিয়ার পূর্ব কামচাটকা উপদ্বীপে ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের পর হাওয়াই, জাপান, যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, কলম্বিয়াসহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্তত ১৪টি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। 

সূত্র: রয়টার্স


বিজ্ঞাপন


এমএইচআর 

 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর