রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইসরায়েলে অস্ত্র রফতানি স্থগিত করল জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৫, ০৫:৩৯ পিএম

শেয়ার করুন:

ইসরায়েলে অস্ত্র রফতানি স্থগিত করল জার্মানি

গাজা উপত্যকা দখলের ইসরায়েলের পরিকল্পনার নিন্দা জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। একই সঙ্গে গাজা উপত্যকায় ব্যবহার করা যেতে পারে, ইসরায়েলের কাছে এমন অস্ত্র রফতানি স্থগিত করার ঘোষণা দিয়েছেন তিনি। 

শুক্রবার (০৮ আগস্ট) এক সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে জার্মান চ্যান্সেলর বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে বিবেচনায় জার্মান সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, গাজা উপত্যকায় ব্যবহৃত হতে পারে এমন কোনো সামরিক সরঞ্জাম রপ্তানির অনুমোদন দেবে না।’


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, গাজায় ইসরায়েলের তীব্র অভিযানের মধ্যেই ইসরায়েলি মন্ত্রিসভার এই সিদ্ধান্ত- জিম্মিদের মুক্তি বা হামাসের নিরস্ত্রীকরণের মতো ঘোষিত লক্ষ্যগুলো অর্জন ‘ক্রমশ কঠিন’ করে তুলছে।

মের্জ ইসরায়েলের এই পরিকল্পনার ফলে গাজায় মানবিক পরিণতির জন্য সতর্ক করেছেন এবং ইসরায়েলি সরকারকে জাতিসংঘসহ অন্যান্য সংস্থাকে ত্রাণ সরবরাহের জন্য পূর্ণ প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘ইসরায়েলি সরকার বেসামরিক জনগণের সরবরাহের জন্য আগের চেয়েও বেশি দায়িত্ব বহন করে। 


বিজ্ঞাপন


প্রসংগত, ঐতিহাসিকভাবে, জার্মানি ইসরায়েলের বৃহত্তম অস্ত্র সরবরাহকারীদের মধ্যে একটি।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপ্রি) তথ্য অনুসারে, ২০২০-২০২৪ সালের মধ্যে যুক্তরাষ্ট্র ছিল ইসরায়েলের বৃহত্তম অস্ত্র সরবরাহকারী, জার্মানি অবস্থান দ্বিতীয়। 

সূত্র: বিবিসি

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর