রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মিয়ানমারের প্রেসিডেন্ট মিন্ট সোয়ে মারা গেছেন 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৫, ০৫:৩৭ পিএম

শেয়ার করুন:

মিয়ানমারের প্রেসিডেন্ট মিন্ট সোয়ে মারা গেছেন 

মিয়ানমারের জান্তা সরকারের প্রেসিডেন্ট মিন্ট সোয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

জান্তা সরকারের এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার (০৭ আগস্ট) সকাল  ৮টা ২৮ মিনিটে রাজধানী নেপিদোর একটি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। 


বিজ্ঞাপন


বিবৃতিতে আরও বলা হয়েছে, রাষ্ট্রীয় মর্যাদায় মিন্ট সোয়ের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, স্নায়বিক রোগ পার্কিনসন ও পেরিফেরাল নিউরোপ্যাথিতে ভুগছিলেন মিন্ট সোয়ে। এসব কারণে তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারছিলেন না, এমনকি খাবার খাওয়াও কঠিন হয়ে পড়েছিল তার জন্য।

২০২৪ সালের জুলাই মাসের শেষদিক থেকে তিনি নেপিদোর সামরিক হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। এরপর থেকেই তার অবস্থার অবনতি ঘটে এবং প্রেসিডেন্ট হিসেবে নিয়মিত দায়িত্ব পালন থেকে বিরত থাকেন তিনি। এরপর থেকেই সামরিক শাসক জেনারেল মিন অং হ্লাইং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। 

এরআগে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সুচিকে হঠানোর পর জান্তা সরকারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন মিন্ট সোয়ে। তার আগে তিনি সুচির নেতৃত্বাধীন আধা-গণতান্ত্রিক শাসনের সময়কালে প্রথম ভাইস প্রেসিডেন্টের পদে ছিলেন তিনি। 


বিজ্ঞাপন


সূত্র: আলজাজিরা


-এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর