রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পাকিস্তানে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৯৯

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৫, ০৯:১৬ পিএম

শেয়ার করুন:

পাকিস্তানে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৯৯

পাকিস্তানে মৌসুমি বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ২৯৯ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৪০ জনই শিশু বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ)।

রোববার (৩ আগস্ট) রাষ্ট্রায়ত্ত টিভি পিটিভি নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এনডিএমএ জানায়, জুনের শেষ সপ্তাহ থেকে বৃষ্টিজনিত দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৭১৫ জন।


বিজ্ঞাপন


নিহতদের মধ্যে ১০২ জন পুরুষ এবং ৫৭ জন নারী। আহতদের মধ্যে ২৩৯ জন শিশু, ২০৪ জন নারী এবং ২৭২ জন পুরুষ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এনডিএমএ’র তথ্য অনুযায়ী, গত এক মাসের দুর্যোগে ১ হাজার ৬৭৬টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৫৬২টি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। প্রাণ হারিয়েছে ৪২৮টি গবাদিপশু। এছাড়া ২ হাজার ৮৮০ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

পাকিস্তানের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী ৪ থেকে ৭ আগস্ট পর্যন্ত দেশটির উত্তরাঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও ঝড়সহ ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

এই সময়ের মধ্যে খাইবার পাখতুনখাওয়া, পাঞ্জাব ও ইসলামাবাদে বৃষ্টি হতে পারে। গিলগিত-বালতিস্তানে বৃষ্টিপাত শুরু হতে পারে ৫ আগস্ট থেকে। বেলুচিস্তানে তাপমাত্রা তুলনামূলক বেশি থাকবে, তবে ৬ আগস্ট পূর্ব ও দক্ষিণাঞ্চলে বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। সিন্ধু প্রদেশে থাকবে গরম ও আর্দ্র আবহাওয়া, তবে উপকূলীয় এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


বিজ্ঞাপন


প্রতিবছর জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে দক্ষিণ এশিয়ায় মৌসুমি বৃষ্টি হলেও অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা ও ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোতে এই বৃষ্টি ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনে। চলতি বছরের বর্ষা মৌসুমে পাকিস্তানে প্রাণহানির সংখ্যা ৩০০-এর কাছাকাছি পৌঁছে যাওয়ায় দুর্যোগ মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তা আবারও নতুন করে সামনে এসেছে।

সূত্র: ডন

এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর