পাকিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত এলাকায় একটি মর্টার শেল নিয়ে খেলা করার সময় বিস্ফোরণে পাঁচ শিশু নিহত। এতে আহত হয়েছে আরও ১২ জন শিশু।
বান্নু অঞ্চলের পুলিশের মুখপাত্র আমির খান জানান, শনিবার (০২ আগস্ট) সকালে একদল শিশু পাহাড়ের কাছে খোলা মাঠে একটি অবিস্ফোরিত মর্টার শেল খুঁজে পায় এবং খেলনা ভেবে তাদের গ্রাম সোরবন্দে নিয়ে যায়। সেখানের খোলার সময় মর্টার শেলটি বিস্ফোরিত হয়।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বিস্ফোরণে পাঁচ শিশু নিহত এবং ১২ শিশু আহত হয়েছে। উদ্ধারকারী দলগুলো তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও আহতদের নিকটবর্তী খলিফা গুল নওয়াজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি ওয়ার্ডে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, পাকিস্তানে বাচ্চাদের খেলনা ভেবে বিস্ফোরক নিয়ে খেলা এবং বিষ্ফোরণের ঘটনা নতুন নয়। ২০২৩ সালের অক্টোবরে, বেলুচিস্তানের ওয়াধ শহরের জারচাইন এলাকায় একটি হাতবোমা বিস্ফোরণে এক শিশু নিহত এবং আটজন আহত হয়। এর আগের মাসে সিন্ধু প্রদেশের কাশমোর জেলায় একটি বাড়িতে ‘রকেট লঞ্চারের’ বিস্ফোরণে চার শিশুসহ নয়জন নিহত এবং একজন নারী আহত হন।
সূত্র: ডন
এমএইচআর
বিজ্ঞাপন

