রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৫, ০৮:২০ পিএম

শেয়ার করুন:

পাকিস্তান পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

দুই দিনের সফরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের বিরুদ্ধে ইসরায়েলি ও মার্কিন আগ্রাসনের পর তেহরান ও ইসলামাবাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে ইরানি প্রেসিডেন্টের এই সফর


বিজ্ঞাপন


শনিবার (০২ আগস্ট) সন্ধ্যায় ইসলামাবাদের নূর খান বিমান ঘাঁটিতে অবতরণ করে ইরানি প্রেসিডেন্টকে বহনকারী বিমান। এসময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার তাকে স্বাগত জানান।

এরআগে এদিন বিকালে লাহোরে আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান পেজেশকিয়ান। সেখানে পাকিস্তানের ক্ষমতাসীন দল পিএমএল-এন সভাপতি নওয়াজ শরীফ এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ তাকে অভ্যর্থনা জানান।

লাহোরে পাকিস্কানের জাতীয় কবি আল্লামা ইকবালের প্রতি শ্রদ্ধা জানাতে তার সমাধিসৌধ পরিদর্শন করেন ইরানি প্রেসিডেন্ট।

পেজেশকিয়ানের সফরের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইরানের প্রেসিডেন্টের রাজনৈতিক উপদেষ্টা মেহদি সানাই বলেন, ‘ড. পেজেশকিয়ান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের আমন্ত্রণে পাকিস্তান সফরে গেছেন।’


বিজ্ঞাপন


তিনি বলেন, সাংস্কৃতিক ও বাণিজ্যিক বিষয় নিয়ে সরকারি বৈঠক ও আলোচনা এজেন্ডায় রয়েছে।

তিনি আরও বলেন, দুদেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। এই সফরের লক্ষ্যগুলোর মধ্যে রয়েছেপ্রাদেশিক ও সীমান্ত সহযোগিতা বিকাশ এবং বর্তমানের ৩ বিলিয়ন ডলার থেকে বাণিজ্য আরও বৃদ্ধি করা।

সর্বশেষ ২০২৪ সালের এপ্রিলে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পাকিস্তানে তিন দিনের সরকারি সফর করেছিলেন। হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুর এক মাস আগে এই সফরের তিনি লাহোর এবং করাচিও পরিদর্শন করেছিলেন।

সূত্র: ডন

এমএইচআর

 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর