বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভারত-রাশিয়া তাদের মৃত অর্থনীতি ডোবালে, আমার কিছু আসে যায় না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫, ০৪:৪০ পিএম

শেয়ার করুন:

ভারত-রাশিয়া তাদের মৃত অর্থনীতি ডোবালে, আমার কিছু আসে যায় না: ট্রাম্প

ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের একদিন পরই আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরাসরি ভারত ও রাশিয়াকে আক্রমণ করে তিনি বলেছেন, ‘ভারত রাশিয়ার সঙ্গে কী করছে, তা নিয়ে আমার কোনো আগ্রহ নেই। চাইলে তারা তাদের মৃত অর্থনীতি একসঙ্গে ডুবিয়ে দিতে পারে।’

বৃহস্পতিবার (৩১ জুলাই) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ভারতের সঙ্গে আমাদের ব্যবসা খুবই সীমিত, কারণ তাদের শুল্কহার বিশ্বের মধ্যে অন্যতম উচ্চ। রাশিয়ার সঙ্গেও আমাদের বাণিজ্য নেই বললেই চলে, এবং আসুন আমরা এটি এভাবেই রাখি।’


বিজ্ঞাপন


 

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ যুক্তরাষ্ট্রকে নিয়ে সম্প্রতি যে সতর্কবার্তা দিয়েছেন তারও কঠোর সমালোচনা করেন ট্রাম্প।

তিনি বলেন, ‘মেদভেদেভকে বলুন, রাশিয়ার ব্যর্থ সাবেক প্রেসিডেন্ট, যিনি নিজেকে এখনো প্রেসিডেন্ট ভাবে— সে তার ভাষা সংযত করুক। সে এখন একেবারে বিপজ্জনক অঞ্চলে পা রেখেছে।’


বিজ্ঞাপন


মূলত, গত সোমবার ট্রাম্প হুমকি দেন যদি রাশিয়া আগামী ১০ দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ না করে, তাহলে রাশিয়ার ও তাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখা দেশে ওপর নিষেধাজ্ঞা এবং সেকেন্ডারি শুল্ক আরোপ করা হবে। 

এর জবাবে রাশিয়া সাবেক প্রেসিডেন্ট এবং রাশিয়ার নিরাপত্তা পরিষদের বর্তমান ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের ট্রাম্পের তীব্র সমালোচনা করেন।  

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মেদভেদেভ বলেন, ‘৫০ বা ১০ দিন...তার (ট্রাম্পের) দুটি জিনিস মনে রাখা উচিত: ১. রাশিয়া ইসরায়েল বা ইরান নয়। ২. প্রতিটি আল্টিমেটাম একধরনের হুমকি এবং যুদ্ধের পথে আরেক ধাপ এগিয়ে যাওয়া। এই কৌশল রাশিয়া-ইউক্রেন নয়, বরং ট্রাম্পকে তার নিজের দেশের সঙ্গেই যুদ্ধের পথে টেনে নিতে পারে। এই পথে এগোবেন না।’

সূত্র: এনডিটিভি

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর