রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর জাপানের উপকূলে ৬০ সেন্টিমিটার পর্যন্ত সুনামির ঢেউ লক্ষ্য করা গেছে। দেশটির জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য উপকূলীয় এলাকা এবং নদী থেকে দূরে সরে যাওয়ার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
জাপানের টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টিইপিসিও) এক বিবৃতিতে জানিয়েছে, ফুকুশিমা দাইচি এবং ফুকুশিমা দাইনি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মীদের সেখান থেকে সরিয়ে উঁচু এলাকায় নিয়ে যাওয়া হয়েছে।
বিজ্ঞাপন
টিইপিসিও জানিয়েছে, এখন পর্যন্ত বিদ্যুৎকেন্দ্র দু'টিতে কোনও ধরনের আঘাত বা অস্বাভাবিকতার ঘটনা ঘটেনি। তবে তারা সুনামি সতর্কতা পর্যবেক্ষণ অব্যাহত রাখবে।
প্রসঙ্গত, ২০১১ সালে জাপানে নয় মাত্রার শক্তিশালী ভূমিকম্প ও সুনামির পর ফুকুশিমা দাইচি কেন্দ্রটিতে বড় ধরনের পারমাণবিক বিপর্যয় ঘটেছিলো।
এদিকে দেশটির আগুন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ২১ টি প্রিফেকচার বা প্রশাসনিক অঞ্চল থেকে মোট ১৯ লাখ ৫৫ হাজার ৫৯৬ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। সবচেয়ে বেশি মানুষ সরানো হচ্ছে হোক্কাইডো, কানাগাওয়া ও ওয়াকায়েমা দ্বীপ থেকে।
বিজ্ঞাপন
জাপানের আবহাওয়া অফিস জানিয়েছে, সুনামি দীর্ঘ সময় ধরে বারবার আঘাত হানতে পারে। প্রথম ঢেউয়ের পরে আসা ঢেউগুলি আরও বড় হতে পারে, তাই সুনামির সতর্কীকরণ বা সতর্কতা প্রত্যাহার না করা পর্যন্ত সরে যাওয়া প্রয়োজন।
সূত্র: বিবিসি

