রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করেছে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫, ০৯:১৩ এএম

শেয়ার করুন:

Iranian missile to Israel
ইসরায়েল অভিমুখে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ফাইল ছবি

ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি বলেছেন, ইসরায়েলের চাপিয়ে দেওয়া ১২ দিনের যুদ্ধের সময় ইরানের ক্ষেপণাস্ত্রগুলি বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছে।

কোমে এক অনুষ্ঠানে জেনারেল শেকারচি বলেন, যুদ্ধের প্রথম রাতে গুরুত্বপূর্ণ কমান্ডারদের হারানো সত্ত্বেও ইরানের মহাকাশ বাহিনী পশ্চিমা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে অধিকৃত অঞ্চলের গভীরে আঘাত করে।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় অধিকৃত অঞ্চলগুলিতে ১২শ কিলোমিটার পথ জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেন এবং ফ্রান্সের তৈরি শত শত যুদ্ধবিমান, উন্নত রাডার এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়। তবে, ইরানি ক্ষেপণাস্ত্রগুলি এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলিকে পাশ কাটিয়ে দখলকৃত অঞ্চলের উত্তর থেকে দক্ষিণে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

শেকারচির মতে, ইহুদিবাদী সরকার, মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন এবং জার্মানি, ইংল্যান্ড এবং ফ্রান্সসহ উন্নত পশ্চিমা অস্ত্র ব্যবহারের মাধ্যমে এক সপ্তাহের মধ্যে ইরানের অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত করার উদ্দেশে ঊর্ধ্বতন সামরিক কমান্ডারদের হত্যা করে এবং দেশকে বিভক্ত করার পথ তৈরি করে। যুদ্ধের সপ্তম দিনে ইহুদিবাদী সরকার পরাজয়ের চাপে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান জানায়। কিন্তু তাদের সমস্ত সামরিক ক্ষমতা ব্যবহার করা সত্ত্বেও তারা লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। যুদ্ধের নবম দিনে, ইহুদিবাদী সরকার কার্যত যুদ্ধ চালিয়ে যেতে অক্ষম ছিল এবং যুদ্ধক্ষেত্রে নিজেদের সমস্ত সামরিক ও গোয়েন্দা ক্ষমতা প্রয়োগ করা সত্ত্বেও ইরানি বাহিনীর ভয়াবহ প্রতিক্রিয়া সহ্য করতে অক্ষম ছিল।

তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী, যারা গত ৭০ বছরে কখনও আশ্রয় নিতে বাধ্য হয়নি, তারা এই যুদ্ধে আশ্রয়কেন্দ্রে পালিয়ে যায় এবং উত্তর থেকে দক্ষিণে দখলকৃত অঞ্চলগুলি ইরানের তীব্র আক্রমণের শিকার হয়। সূত্র: মেহর নিউজ

/ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর