যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে— আগামী ১ আগস্ট থেকেই নতুন শুল্ক কার্যকর হবে। এ বিষয়ে আর সময় বাড়ানো হবে না। দেশটির বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক বলেন, আর কোনো সময় নয়, আর কোনো ছাড় নয়। ১ আগস্ট থেকেই শুল্ক আদায় শুরু হবে। আমরা এগিয়ে যাবো।
রোববার (২৭ জুলাই) ‘ফক্স নিউজ সানডে’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
তবে তিনি জানান, শুল্ক কার্যকর হওয়ার পরও আলোচনার দরজা খোলা থাকবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় আগ্রহী।
ইউরোপীয় দেশগুলোর প্রসঙ্গে লাটনিক বলেন, তারা একটি সমঝোতায় পৌঁছাতে চায়। তবে শেষ সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প।
তিনি আরও বলেন, আমরা আলোচনার জন্য মঞ্চ প্রস্তুত করেছি। কিন্তু নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে পাঁচটি দেশ—যুক্তরাজ্য, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং জাপান।
বিজ্ঞাপন
এই দেশগুলোর জন্য যেসব শুল্ক হার নির্ধারণ করা হয়েছে, তা ১০ শতাংশের বেশি। যদিও তা ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত কঠোর শুল্ক হারের তুলনায় অনেকটা কম।
যুক্তরাষ্ট্রের দাবি, এই শুল্ক ব্যবস্থা বৈশ্বিক মুক্ত বাণিজ্যের কাঠামো নতুন করে গড়ার একটি উদ্যোগ। এর মাধ্যমে তারা যেসব দেশ অন্যায্য বাণিজ্যচর্চা করে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যেতে চায়।
শুল্ক কার্যকর হওয়ার ফলে অনেক দেশের জন্য রফতানি ব্যয় বাড়বে। তবে যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় এসেছে, তারা তুলনামূলকভাবে কিছুটা ছাড় পাবে। যুক্তরাষ্ট্র বলছে, সময় শেষ। এবার বাস্তবায়নের পালা। সূত্র: এএফপি
এইউ

