রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইউসুফ (আ.)-এর মাজারে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৫, ০২:৫২ পিএম

শেয়ার করুন:

ইউসুফ (আ.)-এর মাজারে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা 

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের নাবলুসের বালাতা গ্রামে অবস্থিত হযরত ইউসুফ (আ.)-এর মাজারে হামলা চালিয়েছে একদল ইসরায়েলি বসতি স্থাপনকারী।

ফিলিস্তিনি প্ল্যাটফর্মে পোস্ট করা ভিডিও ফুটেজে, যা আলজাজিরার ফ্যাক্ট-চেকিং ইউনিটের যাচাই করা হয়েছে, ইউসুফ (আ.)-এর মাজারের কাছে অবৈধ বসতি স্থাপনকারীদের হমিলা চালাতে দেখা গেছে। 


বিজ্ঞাপন


স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হামলার পর ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনী এসে বসতি স্থাপনকারীদের ইসরায়েলি সৈন্যদের হাতে তুলে দেয়।

আরও পড়ুন

গাজায় ইসরায়েলি বর্বর হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ৫৯,৫০০

ফিলিস্তিন রাষ্ট্রকে সেপ্টেম্বর মাসে স্বীকৃতি দেবে ফ্রান্স: ম্যাক্রোঁ

প্রসঙ্গত, মুসলিম ও ইহুদি উভয়ই ইউসুফ (আঃ)-কে সম্মান করে থাকে। তার মাজার ঘিরে ফিলিস্তিনি এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। 

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে হয় পশ্চিমতীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের অত্যাচার নির্যাতন বেড়ে যায়। তারা প্রায়ই ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও অন্যান্য সম্পদে হামলা চালাচ্ছে।


বিজ্ঞাপন


সূত্র: আলজাজিরা

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর