বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাগরে ইরানের গর্জন, পিছু হটলো মার্কিন যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৫, ১০:৪৬ পিএম

শেয়ার করুন:

সাগরে ইরানের গর্জন, পিছু হটলো মার্কিন যুদ্ধজাহাজ

ওমান উপসাগরে মার্কিন সামরিক বাহিনীর একটি ডেস্ট্রয়ার (যুদ্ধজাহাজ) ‘ইউএসএস ফিটজেরাল্ডের’ গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে ইরানের সেনাবাহিনী। 

বুধবার (২৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি।  


বিজ্ঞাপন


ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানায়, স্থানীয় সকাল ১০টার দিকে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ফিটজেরাল্ড ইরানের নজরদারির আওতায় থাকা জলসীমায় প্রবেশের চেষ্টা করে। ইরানি নৌবাহিনীর তৃতীয় নৌ অঞ্চল থেকে একটি দ্রুত-প্রতিক্রিয়াশীল হেলিকপ্টার জাহাজটির কাছে ছুটে যায়।  

এতে আরও বলা হয়, হেলিকপ্টারটি যুদ্ধজাহাজের ওপর অবস্থান নেয় এবং ইরানের জলসীমা থেকে দূরে থাকার জন্য একটি স্পষ্ট রেডিও সতর্কতা পাঠায়। তবে ইউএসএস ফিটজেরাল্ডের ক্রুরা হেলিকপ্টারটিতে হামলার হুমকি দেয়। তা সত্বেও ইরানি পাইলট দৃঢ়তার সঙ্গে মিশন চালিয়ে যান এবং ইরানি জলসীমা থেকে দূরে থাকার বিষয়ে পুনরায় সতর্কবার্তা দেন। 

এরপর ইরানের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা কমান্ড হেলিকপ্টারটিকে সম্পূর্ণ বিমান প্রতিরক্ষা সুরক্ষার অধীনে রয়েছে বলে সতর্ক করে এবং দ্রুত মার্কিন যুদ্ধজাহাটিকে তার পথ পরিবর্তন করার নির্দেশ দেয়।

ইরানের সামরিক বাহিনীর বিবৃতি আরও বলা হয়, শেষ পর্যন্ত ইউএসএস ফিটজেরাল্ড নির্দেশ মেনে নেয় এবং বিতর্কিত এলাকা থেকে দক্ষিণ দিকে চলে যায়।

ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন-ইসরায়েল যুদ্ধের পর পারস্য উপসাগরে উত্তেজনা বৃদ্ধির মধ্যে এই ঘটনাটি ঘটে। তবে মার্কিন সেনাবাহিনী এই বিষয়ে কোনো প্রকাশ্য বিবৃতি দেয়নি।

উল্লেখ্য, ১৯৮০ সাল থেকে পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং হরমুজ প্রণালীতে ইরানি ও মার্কিন নৌবাহিনীর মুখোমুখি লড়াইয়ের দীর্ঘ ইতিহাস রয়েছে। ২০১৯ সালে আকাশসীমা লঙ্ঘনের কারণে হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন আরকিউ-৪এ গ্লোবাল হক ড্রোন গুলি করে ভূপাতিত করে ইরানি বাহিনী।

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর