রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভারতের উপ-রাষ্ট্রপতি পদের দৌড়ে আছেন যারা 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৫, ০৭:১৫ পিএম

শেয়ার করুন:

ভারতের উপ-রাষ্ট্রপতি পদের দৌড়ে আছেন যারা 

ভারতের উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন জগদীপ ধনখড়। গত সোমবার (২১ জুলাই) রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূকে পাঠানো চিঠিতে নিজের শারীরিক অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসাবে উল্লেখ্য করেছেন তিনি। তবে ধনখড়ের পদত্যাগের পেছনে অন্য সমীকরণও রয়েছে বলে মনে করছে অনেকে। 

দেশটির রাজনৈতিক বিশ্লেষকও এই ঘটনার দিকে গভীরভাবে নজর রাখছেন এবং প্রশ্ন তুলছেন যে এই বছরের শেষের দিকে আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে কি না।


বিজ্ঞাপন


এদিকে ধনখড়ের পদত্যাগের সঙ্গে সঙ্গেই পরবর্তী যে প্রশ্ন গুরুতর হয়ে উঠেছে, তা হচ্ছে, ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি কে হচ্ছেন? ইতিমধ্যেই জল্পনায় উঠে এসেছে একাধিক নাম। জল্পনায় রয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার থেকে শুরু করে কংগ্রেস সাংসদ শশী থারুর পর্যন্ত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক গুঞ্জন উঠেছে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারই পরবর্তী উপরাষ্ট্রপতি হলেও হতে পারেন। নীতীশ কুমারের নাম প্রচারকারীরা বলছেন যে বিজেপি হয়ত বিহারের মুখ্যমন্ত্রী পদের জন্য দলের কাউকে খুঁজছে। অন্যদিকে, বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে উপরাষ্ট্রপতি করে চমক দিতে পারে বিজেপি। 

দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নামও উঠে আসছে সম্ভাব্য উপরাষ্ট্রপতি হওয়ার তালিকায়। ২০২২ সালে যখন এই পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তখন সিংয়ের নামও উপরাষ্ট্রপতি পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছিল। এবারও সোশ্যাল মিডিয়ায় অনেকেই অনুমান করছেন রাজনাথ সিং উপরাষ্ট্রপতি হতে পারেন।

এদিকে বেশকিছু সংবাদমাধ্যমের খবরে জেডিইউ সাংসদ হরিবংশ নারায়ণ সিং-কে উপরাষ্ট্রপতি পদের জন্য ‘স্পষ্ট পরবর্তী পছন্দ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। কারণ তিনি বর্তমানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। 


বিজ্ঞাপন


সংবিধানের নিয়ম অনুসারে, তিনি বুধবার থেকে রাজ্যসভার চেয়ারম্যান (ভিপি) হিসাবে দায়িত্ব পালন করবেন, যতক্ষণ না নতুন উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হন। 

অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সাংসদ শশী থারুরের নাম নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। একজন সিনিয়র সাংবাদিক সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করার পর জল্পনা আরও তীব্র হয়ে ওঠে। 

তিনি বলেন, ‘২ জন বিশিষ্ট এনডিএ কেন্দ্রীয় মন্ত্রী এবং শশী থারুর উপরাষ্ট্রপতি পদের সম্ভাব্য প্রার্থী।’ 

কংগ্রেসের সঙ্গে থারুরের মতপার্থক্য এবং মোদি সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা, বিশেষ করে থারুর অপারেশন সিঁদুরের পরে সরকারের প্রচার কর্মসূচির অংশ হওয়ার পর, বেশ কয়েকদিন ধরেই শিরোনামে রয়েছেন। উপরাষ্ট্রপতি পদের জন্য থারুরের নাম এগিয়ে আসতে পারে বলে গুঞ্জন ক্রমশ বাড়ছে।

বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার নাম নিয়ে গুঞ্জন ক্রমশ বাড়ছে। নাড্ডা বিজেপির একজন প্রবীণ নেতা এবং প্রধানমন্ত্রী মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। বিজেপি সভাপতি হিসেবে তার মেয়াদ শেষ হচ্ছে, দল তার বিকল্প খুঁজে বের করার চেষ্টা করছে। তবে, ভারতের উপরাষ্ট্রপতি পদের জন্য তাকে বিবেচনা করা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে।

এছাড়াও ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি পদের জন্য সোশ্যাল মিডিয়ায় প্রচারিত অন্যান্য নামগুলোর মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরিও রয়েছেন। তবে এগুলো সবই জল্পনা-কল্পনা কারণ ধনখড়ের উত্তরসূরি হিসেবে এনডিএ বা বিরোধী দল কাকে প্রস্তাব করবে সে সম্পর্কে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। পরবর্তী উপরাষ্ট্রপতির নির্বাচন আগামী ৬০ দিনের মধ্যে অনুষ্ঠিত হতে হবে।

সূত্র: নিউজ১৮ 


এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর